বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৩ ১৪৩১ |   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাংলাদেশের হয়ে ফুটবল খেলতে আগ্রহী হামজা

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২২ ১৫ ০৩ ০২  

বাংলাদেশের-হয়ে-ফুটবল-খেলতে-আগ্রহী-হামজা

বাংলাদেশের-হয়ে-ফুটবল-খেলতে-আগ্রহী-হামজা

ইউরোপীয়ান ফুটবলে ইংলিশ প্রিমিয়ার লিগের হয়ে খেলা একমাত্র ব্রিটিশ-বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরী। একসময় লেস্টার সিটির হয়ে খেলতেন। চলতি মৌসুমে ধারে খেলছেন ওয়াটফোর্ডে। 

এবার বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার ইচ্ছাপ্রকাশ করেছেন তিনি।

ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলা হামজা সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, ' আমি বাংলাদেশের হয়ে খেলতে চাই। আমি এখানে থাকলে আগামী কয়েক বছরে আরও ভালো পর্যায়ে নিজেকে নিয়ে যেতে পারবো। তবে আমি বাংলাদেশে গিয়ে খেলতে পারলে আরও গর্বিত হবো। সেখানে নিয়মিত খেলতে চাই।'

যদিও এর আগে বেশ কয়েকবার হামজার বাংলাদেশে খেলার ব্যাপারে গুঞ্জন ছিল। একবার তিনি নিজেই জানিয়েছিলেন, আমি জানি, বাংলাদেশের মানুষ আমাকে অনেক ভালোবাসে। ইনশাআল্লাহ, সুযোগ পেলে বাংলাদেশের হয়ে খেলব। 

তবে বেশিদূর এগোয়নি সে পদক্ষেপ। এবার আবারও খেলার আগ্রহের কথা জানিয়ে রাখলেন হামজা।

বাংলাদেশের হবিগঞ্জে হামজা চৌধুরীর নানা বাড়ি। ছোটবেলায় সেখানকার আলো-বাতাস না পেলেও বেশ কয়েকবার বাংলাদেশের এসেছেন হামজা চৌধুরী। 

হামজা বলেন, বাংলাদেশের সিলেট অঞ্চলে তার শিকড়ের সঙ্গে একটি দৃঢ় সংযোগ অনুভব করেন এবং তার সন্তানদের দেশে কিছু সময় কাটানোর সুযোগ দিতে চান।

তার প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসা দেখে আপ্লুত হামজা বলেন, 'প্রথমে আমি অবাক হয়েছিলাম, আমার সাফল্যে বাংলাদেশ থেকে অনেক শুভকামনা পেয়েছি। তাদের কাছ থেকে আমি অনেক সাপোর্ট পেয়েছি। ভালো কিছু করলে দেশ থেকে সবাই সমর্থন জানাতো। আমার মা সারা রাত জেগে থাকতেন কারণ আমার খালা এবং কাজিনরা বাংলাদেশ থেকে ফোন করবে। বাংলাদেশের সমর্থকদের ভালোবাসা সত্যিই আমার চোখ খুলে দিয়েছে। একজন পেশাদার ফুটবলার হিসেবে আপনার কতটা সুযোগ আছে, বিশেষ করে একজন দক্ষিণ এশিয়ার ফুটবলার হিসেবে। আমি একটি শক্তিশালী সংযোগ অনুভব করি এবং ব্যবহার করতে চাই ৷ আমার অভিজ্ঞতাগুলো বাংলাদেশের ফুটবলে কাজে লাগাতে চাই। ’

Provaati
    দৈনিক প্রভাতী