মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১১ ১৪৩১ |   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাংলাদেশের মেয়েদের মুশফিকের অভিনন্দন

প্রকাশিত: ১ অক্টোবর ২০২২ ১৩ ০১ ০২  

বাংলাদেশের-মেয়েদের-মুশফিকের-অভিনন্দন

বাংলাদেশের-মেয়েদের-মুশফিকের-অভিনন্দন

সিলেটের মাঠে গড়িয়েছে মেয়েদের এশিয়াকাপ।  উদ্বোধনী ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে বড় জয় পেয়েছে স্বাগতিক বাংলাদেশ। ৯ উইকেটের বিশাল জয় নিয়ে মাঠ ছেড়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ দল। তাদের এ জয়ে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে সাবেক অধিনায়ক উইকেট কিপার ব্যাটার মুশফিকুর রহিম।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ব্যক্তিগত ভেরিফাইড পেজে এ ব্যাটার লেখেন, শুভকামনা আমাদের মেয়েদের যারা এশিয়া কাপের উদ্বোধনী খেলা জিতেছে। সত্যিই ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের মতো খেলেছে। এটা বজায় থাকুক, মাশাআল্লাহ।

 

এদিন বল হাতে সানদিজা আক্তার, রোমানা আহমেদ, সোহালী আক্তারদের তোপের মুখে পড়ে ৮২ রানেই গুটিয়ে যায় থাইল্যান্ডের ইনিংস। অল্প রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ভূমিকায় ব্যাট চালাতে থাকেন টাইগ্রেস ওপেনার শামীমা সুলতানা। অপরপ্রান্তে ফারজানা হক দেখে শুনে খেললেও শামীমা থাইল্যান্ডের বোলারদের করেন একের পর এক সীমানাছাড়া।

শেষ পর্যন্ত ১০ চারের বিনিময়ে শামীমা আউট হওয়ার আগে করেন ৩০ বলে ৪৯ রান। পরে ৫০ বল বাকি থাকতেই অধিনায়ক জ্যোতি এবং ফারজানা দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। ফারজানা অপরাজিত থেকে করেন ২৬ রান এবং জ্যোতি করেন ১০* রান। 

Provaati
    দৈনিক প্রভাতী