সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১১ ১৪৩১ |   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাংলাদেশসহ অংশগ্রহনকারী দল, অফিসিয়ালরা পাচ্ছেন স্বারক উপহার

প্রকাশিত: ৫ অক্টোবর ২০২২ ১৮ ০৬ ০১  

বাংলাদেশসহ-অংশগ্রহনকারী-দল-অফিসিয়ালরা-পাচ্ছেন-স্বারক-উপহার

বাংলাদেশসহ-অংশগ্রহনকারী-দল-অফিসিয়ালরা-পাচ্ছেন-স্বারক-উপহার

সিলেট আঞ্চলিক ক্রিকেট সংস্থার পক্ষ থেকে বিভিন্ন উপহার সামগ্রী পাচ্ছেন বাংলাদেশসহ এশিয়া কাপে অংশগ্রহণকারী সব দলের নারী ক্রিকেটাররা। বাদ যাবেন না দলগুলোর কোচ ও স্টাফ অফিসিয়ালরাও। তাদেরও উপহার দেয়া হবে বলে জানা গেছে। 

বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন নারী এশিয়া কাপের মিডিয়া ম্যানেজার মোস্তফা ফরিদুল হোসেন কোরেশী। এই প্রতিযোগিতার মুহূর্তগুলো যেন স্মরণীয় হয়ে থাকে, সেজন্য সবাইকে এই স্মারক উপহার দেবে সিলেট আঞ্চলিক ক্রিকেট সংস্থা।

শুধু ক্রিকেটারই নয়, তাদের পাশাপাশি দলগুলোর কোচ, স্টাফরাও উপহার পাবেন। এছাড়া উপহার পাবেন এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি), বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অফিসিয়াল এবং ডেলিগেটরাও। 

নারী ক্রিকেটারদের উপহারের তালিকায় রাখা হয়েছে পার্স, মানিব্যাগ, চাবির রিং। দলগুলোর কোচ, স্টাফ, ডেলিগেটসদের একটি করে কলম, মানিব্যাগ ও চাবির রিং দেওয়া হবে। আর এসিসি, বিসিবি ও আইসিসির অফিসিয়ালদের দেওয়া হবে একটি করে ল্যাপটপ ব্যাগ সঙ্গে কলম, মানিব্যাগ ও চাবির রিং। 

সিলেট আঞ্চলিক ক্রিকেট সংস্থা ও বিসিবি নারী বিভাগের প্রধান শফিউল আলম চৌধুরী নাদেল নিজে উপস্থিত থেকে এ উপহার সামগ্রী তুলে দেবেন। 

এ প্রসঙ্গে নারী এশিয়া কাপের মিডিয়া ম্যানেজার মোস্তফা ফরিদুল বলেন, ‘এটা অনেক আগের সিধান্ত ছিল। আজ মিডিয়ার মাধ্যমে সবাইকে জানানো হয়েছে। ইতিমধ্যে আমরা এই পণ্যসামগ্রী অর্ডার দিয়ে দেওয়া হয়েছে। মূলত সিলেট আঞ্চলিক ক্রিকেট সংস্থার পক্ষ থেকে এসব উপহার সামগ্রী সবার মাঝে দেওয়া হচ্ছে। যে কারণে সকল উপহারের পণ্য সামগ্রীর সাথে সিলেট ক্রিকেট সংস্থার নাম জুড়ে দেওয়া থাকবে।’

Provaati
    দৈনিক প্রভাতী