শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৪ ১৪৩১ |   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

বন্যার্তদের সহায়তায় পিসিবির অন্যরকম উদ্যোগ

প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২২ ১৩ ০১ ০২  

বন্যার্তদের-সহায়তায়-পিসিবির-অন্যরকম-উদ্যোগ

বন্যার্তদের-সহায়তায়-পিসিবির-অন্যরকম-উদ্যোগ

সংযুক্ত আরব আমিরাতে চলছে এশিয়া কাপ। এই প্রতিযোগিতা শেষে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে পাকিস্তান। সেই সিরিজের প্রথম টি-২০ ম্যাচের টিকিট থেকে প্রাপ্ত অর্থের পুরোটাই চলমান বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য দান করবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

তিন দশকের মধ্যে সর্বোচ্চ বৃষ্টির প্রভাবে সম্প্রতি ভারী বন্যার সম্মুখীন হয়েছে পাকিস্তান। দেশটির প্রায় এক-তৃতীয়াংশ মানুষ এ বন্যায় আক্রান্ত হয়েছেন। এরই মধ্যে ১১শ’র বেশি মানুষের প্রাণহানি ঘটেছে।

জলবায়ু পরিবর্তন সম্পর্কিত মন্ত্রী শেরি রেহমান এটিকে জলবায়ু বিপর্যয় হিসেবে আখ্যা দিয়েছেন। তার দেওয়া তথ্যে জানা গেছে, এরই মধ্যে দেশটির প্রায় ১০ বিলিয়ন ডলার পরিমাণ ক্ষতি হয়ে গেছে।

বন্যার্তদের পাশে থাকা সিদ্ধান্ত জানিয়ে পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা এক বিবৃতিতে বলেছেন, ‘ক্রিকেটের দিক থেকে আমরা গর্বিত জাতি। বন্যায় আক্রান্ত সকল পরিবারের প্রতি সহমর্মিতা জানাচ্ছি, তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছি।’

তিনি আরো বলেন, ‘একটি দায়িত্বশীল সংগঠন হিসেবে পিসিবি সবসময় এর সমর্থক ও সাধারণ মানুষের কঠিন সময়ে পাশে থাকার চেষ্টা করেছে। সে ধারাবাহিকতায় ইংল্যান্ড সিরিজের প্রথম টি-২০র টিকিট থেকে আয়ের পুরোটাই বন্যার ফান্ডে দিয়ে দেওয়া হবে।’

পরোক্ষভাবে বন্যার্তদের সাহায্য করার জন্য সেই টি-২০ ম্যাচটি মাঠে গিয়ে দেখার আহ্বান জানিয়েছেন রমিজ। যাতে করে জলবায়ু বিপর্যয় মোকাবিলায় ভালো পরিমাণের একটি অনুদান তারা সরকারের ফান্ডে দিতে পারেন।

আর্থিক সাহায্যের আগে খাদ্যদ্রব্য ও ওষুধ সামগ্রী পাঠিয়ে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে পিসিবি। এছাড়া বন্যার্তদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে গত রোববার চির প্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচে হাতে কালো ব্যান্ড পরে খেলেছিলেন পাকিস্তানের ক্রিকেটাররা।

Provaati
    দৈনিক প্রভাতী