শনিবার   ৩০ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৫ ১৪৩১ |   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ এর মিডিয়া নেটওয়ার্কিং অনুষ্ঠিত

প্রকাশিত: ২৬ আগস্ট ২০২২ ০০ ১২ ০১  

বঙ্গবন্ধু-আন্তবিশ্ববিদ্যালয়-স্পোর্টস-চ্যাম্পিয়নশিপ-এর-মিডিয়া-নেটওয়ার্কিং-অনুষ্ঠিত

বঙ্গবন্ধু-আন্তবিশ্ববিদ্যালয়-স্পোর্টস-চ্যাম্পিয়নশিপ-এর-মিডিয়া-নেটওয়ার্কিং-অনুষ্ঠিত

‘মুজিব বর্ষ ও বাংলাদেশের সুবর্ণজয়ন্তীকে উৎসর্গ করে ‘বঙ্গবন্ধুর সোনার দেশ, তারুণ্যের বাংলাদেশ’ কে প্রতিপাদ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু যাচ্ছে বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশীপের এর তৃতীয় আসর। 

পোলার আইসক্রিমের পৃষ্ঠপোষকতায়, স্পেলবাউন্ড লিও বার্নেট-এর পরিচালনায় এবং সারাদেশের ১২৫ টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ৭০০০ শিক্ষার্থীর সম্মিলিত অংশগ্রহণে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে এক মিডিয়া নেটওয়ার্কিং অনুষ্ঠান হয়েছে।

বৃহস্পতিবার রাতে রাজধানীর অফিসার্স ক্লাবে যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ও ‘বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ’ এর সাংগঠনিক কমিটির চেয়ারম্যান মো. জাহিদ আহসান রাসেল।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, আপনারাই হতে পারেন তরুণদের অনুপ্রেরণার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। আশা করছি আপনাদের সহযোগীতার মাধ্যমে তরুণদের উদ্বুদ্ধ করতে পারবো সমৃদ্ধ সোনার বাংলা গড়তে। এটাই আমাদের প্রধানমন্ত্রীর প্রত্যয়। আর এই প্রত্যয়কে বাস্তব রূপ দিতে আমাদের সবার সমন্বিত চেষ্টায় গড়ে তুলতে হবে সোনার বাংলার সোনার মানুষ।

তরুণ সমাজকে খেলাধুলার পাশাপাশি অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ইত্যাদি কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সমাজে জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদকাশক্তির মতো বিভিন্ন সমস্যা থেকে পরিত্রাণের অন্যতম উপায় হচ্ছে ক্রীড়া। এই সব সমস্যা থেকে আমাদের তরুণ সমাজকে ফিরিয়ে আনার জন্য ক্রীড়ার বিকল্প নেই। তাছাড়া ক্রীড়াচর্চার মাধ্যমেই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সৃষ্টিশীলতা ও প্রতিভার বিকাশ ঘটাতে সাহায্য করবে।

অনুষ্ঠানে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের নিয়ে একটি ডিজিটাল ইন্ট্রিগ্রেটেড ওয়েবসাইট ও তৃতীয় আসরের ফিক্সচার উন্মুক্ত করা হয়। এই ডিজিটাল ইন্ট্রিগ্রেটেড ওয়েবসাইট খেলোয়াড় বাছাই করতে সংশ্লিষ্ট ফেডারেশনগুলোকে সাহায্য করবে বলে আশা করছে পরিচালনাকারী প্রতিষ্ঠান স্পেলবাউন্ড লিও বার্নেট। 

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এর সচিব মেজবাহ উদ্দিন বলেন, আমি অত্যন্ত গর্বিত যে আমাদের দেশে বঙ্গবন্ধু আন্তঃ বিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ এর মতো প্ল্যাটফর্ম রয়েছে। এ ধরনের প্ল্যাটফর্মের মাধ্যমে তরুণরা নিজেদেরকে বিকশিত করার সুযোগ পাবে এবং জাতির পিতার স্বপ্নের দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্পেলবাউন্ড লিও বার্নেট-এর প্রস্তাবনার আলোকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ও আয়োজনে ২০১৯ সালে প্রথমবারের মত সারাদেশের ৬৫টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত অংশগ্রহণে মাসব্যপী দশটি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়। 

প্রথম আসরের সাফল্যের ধারাবাহিকতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উদ্‌যাপন উপলক্ষে ২০২০ সালের মার্চে সারাদেশের ১০৪টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত অংশগ্রহণে ১২টি ইভেন্টে প্রতিযোগিতার দ্বিতীয় আসরটি শুরু হয়। তবে বিশ্বব্যপী কোভিড মহামারীর কারণে দ্বিতীয় আসরকে প্রথমে সাময়িক স্থগিত ঘোষণা করা হয় এবং পরবর্তীতে আয়োজক কমিটির সিদ্ধান্ত মোতাবেক দ্বিতীয় আসরটিকে বাতিল ঘোষণা করা হয়। 

অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তা, ক্রীড়া সাংবাদিক প্রমুখ।

Provaati
    দৈনিক প্রভাতী