সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১১ ১৪৩১ |   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বগুড়ায় শত্রুতার জেরে একজনকে পিটিয়ে হত্যা, আহত ৫

প্রকাশিত: ১২ অক্টোবর ২০২২ ১৫ ০৩ ০২  

বগুড়ায়-শত্রুতার-জেরে-একজনকে-পিটিয়ে-হত্যা-আহত-৫

বগুড়ায়-শত্রুতার-জেরে-একজনকে-পিটিয়ে-হত্যা-আহত-৫

সম্পর্কিত খবর বাড়িতে ‘আড্ডা’ দিতে নিষেধ করায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা

বগুড়ার ধুনট উপজেলায় শক্রতার জেরে প্রতিপক্ষের মারধরের শিকার হয়ে আলমগীর হোসেন নামে একজন নিহত হয়েছেন। এ সময় মারধরের শিকার হয়ে আহত হয়েছেন আরো পাঁচজন।

মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ঐ উপজেলার গাসাইবাড়ি ইউনিয়নের পশ্চিম গুয়াডোহরী গ্রামে মারধরের শিকার হন আলমগীরসহ ছয়জন। তাদের মধ্যে আলমগীর গুরুতর আহত হন। সবাইকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে মারা যান আলমগীর।

বুধবার দুপুরে  ধুনট থানার ওসি রবিউল ইসলাম লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

নিহত ৬৫ বছরের আলমগীর ঐ উপজেলার পশ্চিম গুয়াডোহরী গ্রামের মহির উদ্দিনের ছেলে।  হত্যাকাণ্ডের ঘটনায় মূল অভিযুক্তের নাম আব্দুর রহমান সজীব। তিনিও একই গ্রামের বাসিন্দা।

নিহতের স্বজনদের বরাত দিয়ে ওসি রবিউল ইসলাম বলেন, সজীব ও আলমগীরের পরিবারের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। সজীব সন্তানের বাবা হওয়ার খুশিতে গ্রামে মিষ্টি বিতরণ করছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় পশ্চিম গুয়াডোহরী গ্রামে আলমগীরকে মিষ্টি খাওয়াতে যান তিনি। এ সময় শক্রতার জেরে তারা বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন।

এরই এক পর্যায়ে সজীবের সঙ্গে থাকা লোকজন আলমগীরকে লাঠি দিয়ে মারধর শুরু করেন। এ সময় আলমগীরের লোকজন তাকে বাঁচাতে আসলে তারাও মারধরের শিকার হন। এ ঘটনায় আলমগীরসহ ছয়জন আহত হন। তাদের উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান আলমগীর।

তিনি আরো বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হবে। আহত অবস্থায় পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

Provaati
    দৈনিক প্রভাতী