বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১২ ১৪৩১ |   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বক্স অফিসের দখলে ‘ব্রহ্মাস্ত্র’, বাড়ছে আয়

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২২ ১০ ১০ ০২  

বক্স-অফিসের-দখলে-ব্রহ্মাস্ত্র-বাড়ছে-আয়

বক্স-অফিসের-দখলে-ব্রহ্মাস্ত্র-বাড়ছে-আয়

রণবীর কাপুর এবং আলিয়া ভাট অভিনীত ও অয়ন মুখার্জি পরিচালিত ভারতের সুপারহিরো ফ্যান্টাসি ঘরানার সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’ প্রথম সপ্তাহে বক্স অফিসে দুর্দান্ত পারফর্ম করেছে। সিনেমাটি বক্স অফিসে প্রথম সপ্তাহে সর্বোচ্চ রেকর্ড করার সঙ্গে সঙ্গে দ্বিতীয় সপ্তাহের শুরুতেও বক্স অফিস দখলে রেখেছে।

দ্বিতীয় শুক্রবার দর্শক ধরে রেখে দ্বিতীয় শনিবার একটি চমৎকার বৃদ্ধির সঙ্গে চলচ্চিত্রটি নিশ্চিত করেছে যে এটি দ্বিতীয় রবিবারের মধ্যে ২০০ কোটি রুপি আয়ের রেকর্ডে পৌছাবে। ১০ দিনের মধ্যে এই অঙ্ক স্পর্শ করে নতুন রেকর্ডও গড়তে যাচ্ছে সিনেমাটি।

‘ব্রহ্মাস্ত্র’ রণবীর কাপুর ও আলিয়া ভাটের দ্বিতীয় ছবি। ২০০ কোটি ক্লাব এবং মহামারী পরবর্তী পরিস্থিতিতে বক্স অফিসে এই রেকর্ড প্রমাণ করেছে যে সিনেমাটি বেশ গ্রহণযোগ্যতা পেয়েছে দর্শকের কাছে।  

‘ব্রহ্মাস্ত্র’ এর নবম দিনে সমস্ত সংস্করণ থেকে ভারতে আয় করেছে ১৫ কোটি রুপি। গতদিনের তুলনায় যা ৬০ শতাংশ বেশি। জাতীয় চেইন ৭০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ৯ দিন পর সিনেমাটির মোট আয় দাড়িয়েছে ভারতে ১৯১ কোটিসহ বিশ্বব্যাপী প্রায় ৩২০ কোটি রুপি। সিনেমাটির আয় আজ প্রায় ১৫ শতাংশ বৃদ্ধি পেতে পারে বলেও ধারনা করছেন সিনেমা বিশেষজ্ঞরা।

Provaati
    দৈনিক প্রভাতী