মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১১ ১৪৩১ |   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেব্রুয়ারিতে ঢাকায় রোলবল বিশ্বকাপ

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২২ ১২ ১২ ০১  

ফেব্রুয়ারিতে-ঢাকায়-রোলবল-বিশ্বকাপ

ফেব্রুয়ারিতে-ঢাকায়-রোলবল-বিশ্বকাপ

২০১৭ সালে শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে রোলবল বিশ্বকাপ আয়োজন করেছিল বাংলাদেশ। ছয় বছর পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের স্বাগতিক হতে যাচ্ছে বাংলাদেশ। আগামী বছর ফেব্রুয়ারিতে ঢাকায় বসবে এ আসরটি।

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক আসিফুল হাসান বলেন, আমরা পুনরায় বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছি। ফেব্রুয়ারি মাসে বিশ্বকাপের সময়সূচি ঠিক হলেও দিনক্ষণ চূড়ান্ত হয়নি। আমরা চাই গতবারের মতো এবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিশ্বকাপেরও উদ্বোধনে অংশ নেবেন। প্রধানমন্ত্রীর সময় নিয়ে আমরা সেভাবে টুর্নামেন্টের সময়সূচি তৈরি করব।’

গত আসরের চেয়ে এবার টুর্নামেন্টের কলেবর বাড়ছে। গত আসরে ৩৯ দেশ অংশ নিলেও এবার খেলবে ৫০ দেশ। পুরুষ ও নারী দুই বিভাগে অনুষ্ঠিত হবে খেলা।

খেলোয়াড় সংখ্যাও আগের চেয়ে বাড়বে কয়েকশ। গত আসরে শুধু শেখ রাসেল রোলার স্কেটিংয়ে টুর্নামেন্ট হয়েছিল। এবার তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। রোলার স্কেটিংয়ের পাশে হ্যান্ডবল স্টেডিয়াম ও মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামেও খেলা হবে।

Provaati
    দৈনিক প্রভাতী