সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১১ ১৪৩১ |   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেনীতে অবৈধ ক্যাবল অপারেটর প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিত: ১২ অক্টোবর ২০২২ ১৮ ০৬ ০২  

ফেনীতে-অবৈধ-ক্যাবল-অপারেটর-প্রতিষ্ঠানকে-জরিমানা

ফেনীতে-অবৈধ-ক্যাবল-অপারেটর-প্রতিষ্ঠানকে-জরিমানা

ফেনীর ছাগলনাইয়া উপজেলার পূরবী বাজার এলাকায় লাইসেন্সবিহীন অবৈধ ক্যাবল অপারেটরদের বিরুদ্ধে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি অবৈধ ক্যাবল অপারেটর প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার দুপুরে ফেনীর জেলা প্রশাসকের কার্যালয়ের রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় পূরবী ভিশন নামে একটি অবৈধ ক্যাবল অপারেটর প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান জানান, অবৈধ ক্যাবল অপারেটররা লাইসেন্স না নিয়ে ব্যবসা করায় সরকার বিপুল পরিমাণ রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। অবৈধ ক্যাবল অপারেটরদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Provaati
    দৈনিক প্রভাতী