মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১১ ১৪৩১ |   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল স্টেডিয়াম ভেঙে ৪ জন আহত

প্রকাশিত: ২ অক্টোবর ২০২২ ১৩ ০১ ০২  

ফুটবল-স্টেডিয়াম-ভেঙে-৪-জন-আহত

ফুটবল-স্টেডিয়াম-ভেঙে-৪-জন-আহত

চিলির মন্যুমেন্টাল স্টেডিয়ামে গ্যালারি ধসের ঘটনা ঘটেছে। যার ফলে কমপক্ষে ৪ জন মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্থানীয় সংবাদ মাধ্যম।

চিলিতে এই ঘটনাটা ঘটেছে গত ৩০ সেপ্টেম্বর। ভাগ্য ভালো, সেদিন কোনো আনুষ্ঠানিক ম্যাচ বা প্রস্তুতি ম্যাচছিল না। তবে ছিল কোলো-কোলো ক্লাবের উন্মুক্ত ট্রেইনিং সেশন। তা দেখতেই সমর্থকরা মাঠের গ্যালারিতে হাজির হয়েছিলেন। ক্লাব সঙ্গীত গেয়ে, স্লোগানে স্টেডিয়ামের চারপাশ মুখরিত করে রেখেছিলেন তারা। 

কিছু কিছু ভক্ত তো আবার আরেক কাঠি সরেস! উঠে বসেছিলেন বসার জায়গার পেছনে পিলারে, যেন প্রিয় দলকে আরেকটু ভালো ভাবে দেখা যায়। এরপরই ঘটে যায় অনাকাঙ্ক্ষিত ঘটনাটা। স্টেডিয়ামের বসার জায়গাটা ধসে পড়ে। যার ফলে হতাহতের এই ঘটনাটা ঘটেছে।

পিলারে উঠে বসার কারণে সেই স্টেডিয়াম ধসের ঘটনাটা ঘটে থাকতে পারে। তবে সেই ঘটনার পেছনে মূল কারণ হিসেবে দায়ী করা হচ্ছে আগে থেকে থাকা অবকাঠামোগত সমস্যাকে। মূলত এই সমস্যার ফলেই গত শুক্রবার দুর্ঘটনাটি ঘটেছে। 

সেই ঘটনার পরেই ক্লাবটি তাদের অনুশীলন সেশন বাতিল করে দেয়। এরপর খেলোয়াড়রাও ফিরে যান ড্রেসিং রুমে।

ঘটনাটির আনুষ্ঠানিক রিপোর্ট এখনো পাওয়া যায়নি। যার ফলে আসলে কতজন মানুষ আহত হয়েছেন, সেই হিসেবটাও মিলছে না। তবে স্থানীয় সংবাদ মাধ্যমের বিশ্বাস, আহতের সংখ্যা খুব বেশি নয়। স্টেডিয়ামটা কী করে ভেঙে পড়েছে, সে বিষয়ে তদন্ত করা হতে পারে বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম। 

Provaati
    দৈনিক প্রভাতী