শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৪ ১৪৩১ |   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘পেছন থেকে গাড়িটা আইসা মামারে মাইরা দিছে’

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২২ ১২ ১২ ০২  

পেছন-থেকে-গাড়িটা-আইসা-মামারে-মাইরা-দিছে

পেছন-থেকে-গাড়িটা-আইসা-মামারে-মাইরা-দিছে

সম্পর্কিত খবর প্রাইভেটকার খাদে পড়ে স্বামী-স্ত্রী নিহত কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বারের ছয়ঘরিয়া এলাকায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে মোহাম্মদ হাকিম নামে পথচারীকে চাপা দিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই হাকিম মারা যান। 

মঙ্গলবার সকালে দেবিদ্বারের ছয়ঘরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তার বাড়ি কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায়। 

নিহতের ভাগনে ইয়াসিন বলেন, মামা স্থানীয় পপুলার রাইস মিলে চাকরি করেন। সকাল ৭টার দিকে নাশতা খাইয়া মিলে যাইতেছিলেন। পেছন থেকে গাড়িটা আইসা মামারে মাইরা দিছে! পরে আমরা প্রাইভেটকারের নিচ থেইকা তার লাশ উদ্ধার করছি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৭টার দিকে ছয়ঘরিয়া এলাকায় প্রাইভেটকারটিকে অজ্ঞাত একটি গাড়ি ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে কারটি সড়কের পাশের একটি গাছে ধাক্কা দিয়ে খাদে পড়ে যায়। পরে স্থানীয়রা কারের ভেতরে থাকা চালক, তার স্ত্রী ও মেয়েকে বের করে আনেন। সে সময় চালক ও তার স্ত্রী স্থানীয়দের বলেন, গাড়ির নিচে আরেকজন আছেন। পরে স্থানীয়রা গাড়িটি উল্টে ধরলে হাকিমের লাশ ভেসে ওঠে। আহত তিনজন স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নজরুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। শুনেছি কোনো গাড়ি প্রাইভেটকারটিকে ধাক্কা দেওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে সেটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই হাকিম নামে এক পথচারী নিহত হয়েছেন।

Provaati
    দৈনিক প্রভাতী