সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১১ ১৪৩১ |   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

পেকুয়ায় সাপের কামড়ে শিশুর মৃত্যু

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২২ ১৬ ০৪ ০১  

পেকুয়ায়-সাপের-কামড়ে-শিশুর-মৃত্যু

পেকুয়ায়-সাপের-কামড়ে-শিশুর-মৃত্যু

কক্সবাজারের পেকুয়ায় সাপের কামড়ে মো. জিহান নামে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার রাতে পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের নন্দীর পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত জিহান একই এলাকার মো. সালাহ উদ্দিনের ছেলে।

শিশু জিহানের দাদা আলী আহমদ জানান, বুধবার সন্ধ্যায় বাড়ির উঠানে জিহান খেলা করছিল। একপর্যায়ে পাকা ঘরের বাইরের কলামের ফাটলে তার পা ঢুকে পড়ে। এ সময় ফাটলের ভেতরে থাকা একটি বিষধর সাপ জিহানকে কামড় দিলে সে পরিবারের সদস্যদের জানায়। তাৎক্ষণিক তাকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যতে বলেন। পরে কক্সবাজার নিয়ে যাওয়ার পথে জিহানের মৃত্যু হয়।

পেকুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মহিউদ্দিন মাজেদ চৌধুরী বলেন, রোগীকে আমাদের এখানে একটু দেরিতে আনা হয়েছিল। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যেতে বলা হয়েছিল।

Provaati
    দৈনিক প্রভাতী