মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১১ ১৪৩১ |   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

পীরগঞ্জে বজ্রপাত: মৃতদের ৪ জনের বাড়িই গাইবান্ধায়

প্রকাশিত: ১১ অক্টোবর ২০২২ ২০ ০৮ ০২  

পীরগঞ্জে-বজ্রপাত-মৃতদের-৪-জনের-বাড়িই-গাইবান্ধায়

পীরগঞ্জে-বজ্রপাত-মৃতদের-৪-জনের-বাড়িই-গাইবান্ধায়

রংপুরের পীরগঞ্জ উপজেলায় একটি ইট ভাটায় বজ্রপাতে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন।

মঙ্গলবার দুপুর সাড়ে ৩টার দিকে পীরগঞ্জ উপজেলার কাবিলপুর ইউনিয়নের একটি ইট ভাটায় এ ঘটনা ঘটে। নিহতদের চারজনের বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায়। নিহতরা হলেন- গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট তিলকপাড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে নাজমুল, একই উপজেলার ইদিলপুর ইউনিয়নের চকনদী গ্রামের সিরুলের ছেলে সিয়াম, আল আমিনের ছেলে শাহাদত, আয়তালের ছেলে রাশেদুল ও পীরগঞ্জের চকশোলাগাড়ী গ্রামের আব্দুল জলিলের ছেলে আব্দুল জব্বার। আর আহত মেহেদুল পীরগঞ্জের কাবিলপুর ইউনিয়নে রসুলপুর গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ৩টার দিকে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার কাবিলপুর ইউনিয়নের চকশোলাগাড়ী এলাকার একটি ইট ভাটায় কাজ করছিলেন কিছু শ্রমিক। একপর্যায়ে বজ্রপাত হলে ইট ভাটায় কর্মরত পাঁচ শ্রমিক ঘটনাস্থলে নিহত হন। এতে আরো একজন গুরুতর আহত হন। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে। খবর পেয়ে সেখানে লোকজন ছুটে আসেন। পরে নিহতদের লাশ স্বজনরা বাড়ি নিয়ে যান।

পীরগঞ্জ থানার ওসি আবদুল আউয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Provaati
    দৈনিক প্রভাতী