মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১১ ১৪৩১ |   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

পিছিয়ে পড়েও ইন্টারের বিপক্ষে জিতল রোমা

প্রকাশিত: ২ অক্টোবর ২০২২ ১৮ ০৬ ০২  

পিছিয়ে-পড়েও-ইন্টারের-বিপক্ষে-জিতল-রোমা

পিছিয়ে-পড়েও-ইন্টারের-বিপক্ষে-জিতল-রোমা

ক্রিস স্মলিংয়ের গোলে শনিবার সান সিরোতে ইন্টার মিলানকে ২-১ গোলে পরাজিত করেছে রোমা। এর ফলে ইন্টার মিলান টানা দুই ম্যাচে পরাজয়ের তিক্ত স্বাদ পেল। 

ইংলিশ ডিফেন্ডার স্মলিং ৭৫ মিনিটে লরেঞ্জো পেলিগ্রিনির ফ্রি-কিক থেকে জয়সূচক গোলটি করেন। এই গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত রোমার দুর্দান্ত জয় নিশ্চিত হয়।

ফেডেরিকো ডিমারকোর অসাধারণ এক স্ট্রাইকে প্রথমার্ধে এগিয়ে গিয়েছিল স্বাগতিক ইন্টার। এ নিয়ে এবারের মৌসুমে দ্বিতীয় জয়সূচক গোল করা স্মলিং বলেছেন, ‘আশা করছি এভাবেই গোলের ধারা অব্যাহত রাখতে পারবো। এবারের মৌসুমে আমাদের দলটি অত্যন্ত শক্তিশালী। আমাদের আরো গোলের লক্ষ্য রয়েছে।’

বিরতির ছয় মিনিট আগে পাওলো দিবালার দুর্দান্ত ভলিতে হোসে মরিনহোর দল ম্যাচে সমতা ফেরায়। এই জয়ের মাধ্যমে রোমা আরো একবার প্রমাণ করেছে, তারাও এখন পরিণত একটি দল। বড় দলের বিপক্ষে নিজেদের সুযোগগুলো কাজে লাগাতে পারলে জয় ছিনিয়ে নেয়া সম্ভব।

আর এতেই ধীরে ধীরে শিরোপা জয়ের পথে এগিয়ে যাওয়া যাবে। শীর্ষে থাকা নাপোলির তুলনায় রোমা এখন চার পয়েন্ট পিছিয়ে পঞ্চম স্থানে রয়েছে। অন্যদিকে ৮ ম্যাচে চার জয়ে ইন্টারের অবস্থান সপ্তম স্থানে। 

সিমোনে ইনজাগির দল এ নিয়ে আট ম্যাচে চতুর্থ পরাজয়ের স্বাদ পেল। মঙ্গলবার বার্সেলোনার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে কঠিন পরীক্ষার আগে তাদের প্রস্তুতিটা মোটেই ভাল হলো না।

ম্যাচ শেষে ইনজাগি বলেছেন, ‘আজকের ম্যাচটা কোনভাবেই হারা উচিৎ হয়নি। আমি সত্যিই হতাশ। এবারের মৌসুমে এটাই আমাদের সেরা পারফরমেন্স ছিল। কিন্তু আমাদের খালি হতে ফিরতে হলো।’

Provaati
    দৈনিক প্রভাতী