বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৩ ১৪৩১ |   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

পাঞ্জাবের কোচ হলেন বিশ্বকাপজয়ী বেলিস

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২২ ২১ ০৯ ০২  

পাঞ্জাবের-কোচ-হলেন-বিশ্বকাপজয়ী-বেলিস

পাঞ্জাবের-কোচ-হলেন-বিশ্বকাপজয়ী-বেলিস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) পাঞ্জাব কিংসের প্রধান কোচের দায়িত্ব পেলেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী কোচ ট্রেভর বেলিস। আজ ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে। 

২০১৯ সালে ইংল্যান্ডকে ওয়ানডে বিশ্বকাপ জেতানো কোচ ছিলেন বেলিস। ভারতের সাবেক অধিনায়ক ও কোচ অনিল কুম্বলের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। 

প্রধান কোচ কুম্বলের অধীনে গত তিন আসরে আইপিএলের প্লে অফে খেলতে পারেনি পাঞ্জাব। তাই বাধ্য হয়ে কুম্বলের সঙ্গে চুক্তি নবায়ন করেনি পাঞ্জাব। 

আইপিএলে এর আগেও কোচের দায়িত্ব পালন করেছেন বেলিস। ২০১২ ও ২০১৪ সালে বেলিসের অধীনেই শিরোপা জিতেছিলো কলকাতা নাইট রাইডার্স। ২০২১ সালে আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গেও কাজ করেন বেলিস। এছাড়া বিগ ব্যাশে সিডনি সিক্সার্সের শিরোপা জয়ে অবদান রাখেন তিনি। 

পাঞ্জাবের দায়িত্ব নিয়ে বেলিস বলেন, ‘পাঞ্জাব কিংসের প্রধান কোচের দায়িত্ব পেয়ে আমি সম্মানিত। সাফল্যের জন্য মুখিয়ে আছে এই ফ্র্যাঞ্চাইজি। আমি দৃঢ়প্রতিজ্ঞ এই দলের খেলোয়াড়দের সঙ্গে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছি।’

Provaati
    দৈনিক প্রভাতী