রোববার   ২৪ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১০ ১৪৩১ |   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

পাকিস্তানের বিশ্বকাপ দলে ফখর জামান

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২২ ১৯ ০৭ ০২  

পাকিস্তানের-বিশ্বকাপ-দলে-ফখর-জামান

পাকিস্তানের-বিশ্বকাপ-দলে-ফখর-জামান

অস্ট্রেলিয়ার মাটিতে টি-২০ বিশ্বকাপে পাকিস্তান দলে সুযোগ পেয়েছেন ফখর জামান। লেগ স্পিনার উসমান কাদিরের আঙুলের ইনজুরিতে কপাল খুলেছে ফখরের। পাকিস্তানের চুড়ান্ত দলে সুযোগ রাখা হয়েছে  বাঁ-হাতি ওপেনার ফখর জামানকে।

বিশ্বকাপের জন্য পূর্বে ঘোষিত দলে রিজার্ভ তালিকায় ছিলেন ফখর। গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে যাওয়া এশিয়া কাপে হাঁটুর ইনজুরিতে পড়েন ফখর। তাই বিশ্বকাপের জন্য ঘোষিত দলে সুযোগ হয়নি এই ব্যাটারের। ইনজুরি থেকে সুস্থ হওয়ায় এবার বিশ্বকাপ শুরুর আগ মুর্হূকে চুড়ান্ত দলে জায়গা পেয়ে গেলেন ফখর। তাই রিজার্ভ তালিকায় সুযোগ হয়েছে কাদিরের।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপের জন্য পাকিস্তান দলে একটি পরিবর্তন আনা দয়েছে হয়েছে। দলে সুযোগ পেয়েছেন ফখর এবং রিজার্ভ তালিকায় থাকবেন কাদির।

পিসিবি আরও জানায়, ১৭ অক্টোবর ইংল্যান্ড এবং ১৯ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে দু’টি প্রস্তুতিমূলক ম্যাচে খেলবেন ফখর।

গেল মাসে বিশ্বকাপের জন্য মূল দল ঘোষনা করেছিলো টুর্নামেন্টে অংশ নেয়া ১৬টি দল। ঐ দলে পরিবর্তনের জন্য ১৫ অক্টোবর পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে আইসিসি।

আগামী ২৩ অক্টোবর ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে পাকিস্তান।

পাকিস্তান দল : বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আসিফ আলি, হায়দার আলি, হারিস রউফ, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি, শান মাসুদ ও ফখর জামান।

রিজার্ভ ক্রিকেটার : শাহ নেওয়াজ দাহানি, উসমান কাদির, মোহাম্মদ হারিস।

Provaati
    দৈনিক প্রভাতী