বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১২ ১৪৩১ |   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

পাকিস্তানে অধিনায়কত্ব করাটা ‘বিশাল ও গর্বের মুহূর্ত’: মঈন আলি

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২২ ২৩ ১১ ০২  

পাকিস্তানে-অধিনায়কত্ব-করাটা-বিশাল-ও-গর্বের-মুহূর্ত-মঈন-আলি

পাকিস্তানে-অধিনায়কত্ব-করাটা-বিশাল-ও-গর্বের-মুহূর্ত-মঈন-আলি

অলরাউন্ডার মঈন আলি বলেছেন, যেখানে তার শিকড় রয়েছে-সেই পাকিস্তানের মাটিতে ইংল্যান্ড দলের অধিনায়কত্ব করাটা একটি ‘বিশাল ও গর্বের মুহূর্ত’।

সাত ম্যাচের টি-২০ সিরিজ খেলতে ১৭ বছরের মধ্যে প্রথমবার পাকিস্তান সফরে এসেছে ইংল্যান্ড দল। আগামীকাল মঙ্গলবার করাচিতে অনুষ্ঠিত হবে প্রথম ম্যাচ।  

নিয়মিত অধিনায়ক জস বাটলার দলের সাথে পাকিস্তান এলেও কাফ ইনজুরি থাকায় অস্থায়ী অধিনায়ক হিসেবে সফরকারী ইংলিশদের নেতৃত্ব দেবেন মঈন।

বর্মিংহামে জন্মগ্রহণ করা মঈন এর আগেও টি-২০তে ইংল্যান্ডের নেতৃত্ব দিয়েছেন তবে পাকিস্তান সফরে দলের অধিনায়কত্ব করা বিশেষ কিছু।

মঈন আলি বলেন,আমার শিকড় এখানে গাঁথা আছে এবং এ ধরনের একটি বড় ও ঐতিহাসিক সিরিজে ইংল্যান্ড দলের নেতৃত্ব দেওয়াটা অনেক বড় সম্মানের মুহূর্ত।

আমার মা-বাবা, বন্ধু-বান্ধব পরিবার, কমিউনিটি এবং প্রত্যেকেই আমার এমন দায়িত্ব পালনে খুশি। পৃথিবীর যে কোন স্থানেই ইংল্যান্ডের হয়ে খেলা ও  নেতৃত্ব দেয়াটা অনেক বড় সম্মানের বিষয়।

আলির দাদা পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের মিরপুরে বাসবাস করতেন এবং তিনি(আলি) নিজেও শিশুকালে এখানে কিছু দিন কাটিয়েছেন।

গত মাসে ইংল্যান্ডের ঘরোয়া হান্ড্রেড ক্রিকেট টুর্নামেন্টে ইনজুরিতে পড়া  বাটলার পুরো পাকিস্তান সিরিজই মিস করতে পারেন-এমন শংকাও রয়েছে।

আলি বলেন, বাটলার কবে খেলতে পারবে আমি নিশ্চিত নই। তাকে নিয়ে অধিকতর সতর্কতা নেওয়া হয়েছে, হতে পারে সফরেরর শেষ দিকে একটি অথবা দুটি ম্যাচ তিন খেলবেন। তবে সব কিছুই  নির্ভর করছে তার ইনজুরির উন্নতির ওপড়। বিশ্বকাপে আমরা তাকে পুরোপুরি সুস্থ চাই, সুতরাং তাকে নিয়ে আমরা কোন ঝুকি নেব না।

পায়ের গোঁড়ালি ও হাতের ইনজুরির কারণে লিয়াম লিভিংস্টোন ও ক্রিস জর্ডানকেও এ সিরিজে পাচ্ছেনা  ইংল্যান্ড।

আগামী মাসে অস্ট্রেলিয়ায় শুরু হওয়া  টি-২০ বিশ্বকাপের আগে টেস্ট অধিনায়ক বেন স্টোকসকেও বিশ্রাম দেওয়া হয়েছে।

‘সাদা বলে খুবই ভাল একটি দল’ অভিহিত করে আলি বলেন  অনেক তারকা খেলোয়াড়ের অনুপুস্থিতি সত্বেও ইংল্যান্ডের তারুণ্য নির্ভর দলটিকে হাল্কাভাবে নেওয়া উচিৎ হবেনা।

Provaati
    দৈনিক প্রভাতী