রোববার   ২৪ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১০ ১৪৩১ |   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

পাকিস্তান ম্যাচের একাদশ নিশ্চিত, জানালেন রোহিত

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২২ ১২ ১২ ০২  

পাকিস্তান-ম্যাচের-একাদশ-নিশ্চিত-জানালেন-রোহিত

পাকিস্তান-ম্যাচের-একাদশ-নিশ্চিত-জানালেন-রোহিত

ক্রিকেটে ভারত-পাকিস্তান মহারণ মানেই মহাযুদ্ধ। এই ম্যাচকে ঘিরে দুই দেশের ক্রিকেটপ্রেমীদের মাঝে উন্মাদনা কিংবা হিসেবনিকেশের শেষ নেই। বাদ যান না ক্রিকেটাররাও। ইতোমধ্যে নিজের হিসেব শেষ করে বসে আছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।

পাকিস্তানের বিপক্ষে কোন দল নিয়ে মাঠে নামবেন সেটা ঠিক করে ফেলছেন রোহিত। ভারতের দলনেতা জানালেন, যুদ্ধের জন্য তার সৈন্যবাহিনী প্রস্তুত আছে। শেষ মুহূর্তের জন্য অপেক্ষা করতে রাজি নন তিনি। বরং আগে থেকেই সবাইকে ভালোভাবে প্রস্তুত করে রাখতে চান।

এবারের টি-২০ বিশ্বকাপে সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচটি হলো ভারত বনাম পাকিস্তান। যে ম্যাচের জন্য মুখিয়ে আছেন দর্শকরা। এরই মধ্যে ম্যাচের সকল টিকিটও বিক্রি হয়ে গেছে। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল।

ম্যাচের একাদশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রোহিত বলেন, ‘আমি শেষ মুহূর্তের সিদ্ধান্তে বিশ্বাস করি না। আমরা আগেই দল নির্বাচন করে রাখতে চাই, যাতে আমাদের ছেলেরা আগেই প্রস্তুতি নিয়ে রাখতে পারে। পাকিস্তান ম্যাচের জন্য আমার একাদশ প্রস্তুত করা আছে।’

ভারতের বিশ্বকাপ দলে শেষ মুহূর্তে জসপ্রিত বুমরাহের স্থলাভিষিক্ত হয়েছেন মোহাম্মদ শামি। তাকে নিয়ে নিয়ে আশাবাদী রোহিত। তিনি বলেন, ‘মোহাম্মদ শামিকে এখনো দেখিনি কিন্তু যা শুনেছি তা ভালো। ব্রিসবেনে অনুশীলন সেশন আছে। সেখানে শামিকে দেখার অপেক্ষায় আছি।’

একই সঙ্গে রোহিত জানালেন বুমরাহর ইনজুরি নিয়ে ভাবতে চান না। বাস্তবিক ভাবনাতেই তার সব মনোযোগ। তিনি বলেন, ‘আপনি ইনজুরিতে হতাশা দেখাতে পারবেন না, আমরা তার জন্য অপেক্ষা করতে পারি। এখন যারা আছে তাদের নিয়েই লড়াই করতে হবে।’

বিশ্বকাপে ভারতের আশার আলো সূর্যকুমারকে নিয়েও কথা বলেন রোহিত। তিনি বলেন, ‘সূর্য আমাদের এক্স-ফ্যাক্টর হতে পারে। আশা করি সে তার দুর্দান্ত ফর্ম ধরে রাখবে। সে খুবই আত্মবিশ্বাসী খেলোয়াড়। বর্তমানেও সে একই অবস্থায় আছে।’

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ২৩ অক্টোবর রোববার পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপে নিজেদের অভিযান শুরু করবে ভারত।

Provaati
    দৈনিক প্রভাতী