সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১০ ১৪৩১ |   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

পাকিস্তান জুনিয়র লিগে টাকার ছড়াছড়ি

প্রকাশিত: ১২ অক্টোবর ২০২২ ১৭ ০৫ ০২  

পাকিস্তান-জুনিয়র-লিগে-টাকার-ছড়াছড়ি

পাকিস্তান-জুনিয়র-লিগে-টাকার-ছড়াছড়ি

জাতীয় দলকে শক্তিশালী করার লক্ষ্যে তরুণ ক্রিকেটার তুলে আনার উদ্যোগ নিয়েছে পাকিস্তান। সে উদ্দেশে জুনিয়র লীগ (পিজেএল) আয়োজন করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই আসরকে ঘিরে ক্রিকেটারদের প্রচুর টাকা দিচ্ছে তারা।

পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এই আসরে প্রতিটি স্কোয়াডের ১৫ জন খেলোয়াড়কে তিনটি ক্যাটাগরিতে রাখা হয়েছে। এদের মধ্যে চারজন এলিট ক্যাটাগরি, পাঁচজন প্রিমিয়ার ক্যাটাগরি এবং ছয়জন আছেন এক্স-ফ্যাক্টর ক্যাটাগরীতে।

এলিট ক্যাটাগরির খেলোয়াড়রা প্রতি খেলায় পাচ্ছেন ৭ লাখ পাকিস্তানি রূপি। বাকি দুই ক্যাটাগরির মধ্যে প্রিমিয়ার ক্যাটাগরির ক্রিকেটাররা পাচ্ছেন ৫.২ লাখ এবং এক্স-ফ্যাক্টর খেলোয়াড়রা পাচ্ছেন ২.৬ লাখ করে।

আসরে প্রতিটি দলকে কমপক্ষে পাঁচটি ম্যাচ খেলতে হচ্ছে। সে হিসেবে এলিট ক্রিকেটাররা সর্বনিম্ন পাচ্ছেন ৩৫ লাখ পাকিস্তানি রূপি। প্রিমিয়ার ক্যাটাগরির ক্রিকেটাররা পাচ্ছেন ২৬ লাখ রূপি। ১৩ লাখ পাবেন এক্স ফ্যাক্টর ক্রিকেটাররা।

অন্যদিকে, জাতীয় দলের চুক্তিবদ্ধ ক্রিকেটাররা প্রতিটি ওয়ানডে ম্যাচের জন্য পাবেন ৫ লাখ ১৫ হাজার ৬৯৬ রূপি। টি-টোয়েন্টি ম্যাচের জন্য পাবেন ৩ লাখ ৭২ হাজার ৭৫ রূপি। জানা গেছে, নিজের ড্রিম প্রজেক্ট বাস্তবায়নেই এতো অর্থ ব্যয় করছেন পিসিবির চেয়ারম্যান রমিজ রাজা।

সব মিলিয়ে এই আসরের জন্য প্রায় এক বিলিয়ন রূপি খরচ হতে পারে। যেটা পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের কাছে মোটেই ভালো কিছু মনে হচ্ছে না। তবে তারাও নিজেদের স্বার্থের কারণে কিছু বলতে রাজি হচ্ছেন না।

Provaati
    দৈনিক প্রভাতী