বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৪ ১৪৩১ |   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

পল্লী চিকিৎসকরা মানুষের বিপদের বন্ধু: ডেপুটি স্পিকার

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২২ ২০ ০৮ ০১  

পল্লী-চিকিৎসকরা-মানুষের-বিপদের-বন্ধু-ডেপুটি-স্পিকার

পল্লী-চিকিৎসকরা-মানুষের-বিপদের-বন্ধু-ডেপুটি-স্পিকার

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেছেন, পল্লী চিকিৎসকরা মানুষের বিপদের বন্ধু। তারা মহান মুক্তিযুদ্ধের সময় আমাদের বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসাসেবা দিয়েছেন। সুদক্ষ পল্লী চিকিৎসকদের সম্মানের সহিত টিকিয়ে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত। 

বৃহস্পতিবার দুপুরে পাবনা শহরের শালগাড়ীয়ার নূরজাহান কনভেনশন সেন্টারে আয়োজিত বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি, পাবনা জেলা শাখার বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ ডেপুটি স্পিকার বলেন, সকল পেশাদার চিকিৎসকদের উচিত পদায়ন-তদবির না করে উপজেলা ও গ্রাম পর্যায়ে সেবা দেয়ার মানসিকতা তৈরি করা।

তিনি বলেন, সমাজকে মাদক ও ধুমপানমুক্ত রাখতে পল্লী চিকিৎসকরা জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এর মাধ্যমে রোগীর সংখ্যা অনেকাংশে কমে যেতে পারে। এটি নিশ্চিত করতে হলে সবার আগে চিকিৎসকদের ধুমপান ত্যাগ করতে হবে। ধুমপায়ী চিকিৎসক নিজের ও রোগীর উভয়ের জন্যই ক্ষতিকর।

তিনি বলেন, সুস্থ ও দক্ষ মানবসম্পদ গড়তে স্বাস্থ্য-সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে হবে। এক্ষেত্রে পল্লী চিকিৎসকরা বড় ভূমিকা রাখতে পারে। 

অনুষ্ঠানে চিকিৎসক মো. আব্দুস সাত্তার এর সভাপতিত্বে মো. মমতেহান জান্নাত প্রিন্স সঞ্চালনা করেন। এতে আরও বক্তব্য দেন পাবনা জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আ স ম আব্দুর রহিম পাকন, চিকিৎসক মো. সবুজ আলী, চিকিৎসক মো. আক্কাস আলী। অনুষ্ঠানে পাবনা জেলা পল্লী চিকিৎসক সমিতির গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Provaati
    দৈনিক প্রভাতী