শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৪ ১৪৩১ |   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিসংখ্যান সবসময় সবটা ফুটিয়ে তুলতে পারে না: মুশফিককে তামিম

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২২ ১৮ ০৬ ০১  

পরিসংখ্যান-সবসময়-সবটা-ফুটিয়ে-তুলতে-পারে-না-মুশফিককে-তামিম

পরিসংখ্যান-সবসময়-সবটা-ফুটিয়ে-তুলতে-পারে-না-মুশফিককে-তামিম

আন্তর্জাতিক টি-২০ থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম। তার এই অবসরের দিনে হৃদয়স্পর্শী এক বার্তা দিয়েছেন তার সতীর্থ ও জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বন্ধু মুশফিককে উদ্দেশ্য করে শুরুতেই অভিনন্দন জানিয়ে তামিম লিখেছেন, ১৫ বছর ২৭৭ দিনের টি-টোয়েন্টি ক্যারিয়ার কোনো ফ্লুক নয়। বছরের পর বছর তোকে খুব কাছ থেকে দেখেছি।

এরপর তিনি লেখেন, পরিসংখ্যান সবসময় সবটুকু ফুটিয়ে তুলতে পারে না। কিন্তু তোর নিবেদন, প্যাশন, পরিশ্রম ও ভালোবাসা দেখেছি। তোর প্রচেষ্টা ও ঘাম ঝরানো দেখেছি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তোর যা কিছু অর্জন ও প্রাপ্তি, সব কিছুর জন্য অভিনন্দন আরও একবার... 

পরিশেষে তামিম লিখেছেন, টেস্ট ও ওয়ানডেতে এখনও অনেক বড় ভূমিকা আছে তোর, দলকে দেওয়ার আছে আরও অনেক কিছু। আমি নিশ্চিত, তুই পারবি বন্ধু!

এর আগে রোববার ফেসবুকে এক পোস্টের মাধ্যমে অবসরের ঘোষণা দেন মুশফিক। জাতীয় দলের হয়ে ১০৩ ম্যাচে ১৫০০ রান করেছেন তিনি। গড় ১৯.৪৮, স্ট্রাইক রেট ১১৫.০৩। মোট ছয়বার অর্ধশতকের দেখা পেয়েছেন তিনি। এর মাঝে সর্বোচ্চ ইনিংসটি অপরাজিত ৭২ রানের।

Provaati
    দৈনিক প্রভাতী