বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১২ ১৪৩১ |   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিত্যক্ত জমিতে মিলল ঝালমুড়ি বিক্রেতার মরদেহ

প্রকাশিত: ৬ অক্টোবর ২০২২ ১৯ ০৭ ০২  

পরিত্যক্ত-জমিতে-মিলল-ঝালমুড়ি-বিক্রেতার-মরদেহ

পরিত্যক্ত-জমিতে-মিলল-ঝালমুড়ি-বিক্রেতার-মরদেহ

সম্পর্কিত খবর লামায় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার টাঙ্গাইলের নাগরপুরে মো. হাসমত আলী নামে ৫০ বছর বয়সী এক ঝালমুড়ি বিক্রেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে উপজেলার পারবাইজোড়া গ্রামের ইয়ারচান মিয়ার পরিত্যক্ত জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত হাসমত একই গ্রামের হায়েদ আলীর ছেলে। তিনি পেশায় ঝালমুড়ি বিক্রেতা ছিলেন।

স্থানীয়রা জানায়, প্রায় পাঁচ বছর আগে ব্যবসার কথা বলে হাসমতের কাছ থেকে সাড়ে চার লাখ টাকা ধার নেন তফিজ উদ্দিন। পাওনা টাকা চাইতে গেলে টালবাহানা শুরু করেন তিনি।

সোমবার বিকেলে ফের তফিজের কাছে টাকা চাইতে যান হাসমত। এ নিয়ে পারবাইজোড়া পাকা রাস্তার মোড়ে তফিজের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মেয়েসহ হাসমতকে মারধর করেন তফিজ ও রহিম বাদশা।

নিহতর স্ত্রী সোনা ভানু বলেন, বুধবার রাত ৮টার দিকে বাড়ি এসে আমার স্বামীকে ডেকে নিয়ে যান প্রতিবেশী কামাল। পরে আর বাড়ি ফেরেননি তিনি। বৃহস্পতিবার সকালে ইয়ারচান মিয়ার পরিত্যক্ত জমিতে হাসমতের মরদেহ পড়ে থাকতে দেখে আমাদের খবর দেন আসু মিয়ার স্ত্রী নবীয়া বেগম। আমার স্বামীকে হত্যা করা হয়েছে। আমি এর বিচার চাই।

নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন জানান, মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Provaati
    দৈনিক প্রভাতী