শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৪ ১৪৩১ |   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

পঞ্চগড়ে নৌকাডুবি, মৃতের সংখ্যা বেড়ে ৬৮

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২২ ২০ ০৮ ০২  

পঞ্চগড়ে-নৌকাডুবি-মৃতের-সংখ্যা-বেড়ে-৬৮

পঞ্চগড়ে-নৌকাডুবি-মৃতের-সংখ্যা-বেড়ে-৬৮

পঞ্চগড়ের বোদা উপজেলার করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় ক্রমশ বাড়ছে লাশের সংখ্যা। তৃতীয় দিনের অভিযানে এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ জনে। এদের মধ্যে নারী ৩০, পুরুষ ১৭ ও শিশু ২১ জন। 

ভয়াবহ এ দুর্ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন অনেকে। নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছেন ফায়ার সার্ভিসের ডুবুরি দল। গতকাল উদ্ধার কাজ সমাপ্তি করে আজ সকাল ৬টা থেকে আবারো উদ্ধার কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগীতা করছে স্থানীয় মানুষরা। 

নিহতের মধ্যে বোদা উপজেলায় ৪৪, দেবীগঞ্জে ১৮, আটোয়ারী ২, ঠাকুরগাঁও সদর ৩, পঞ্চগড় সদরে ১ জন৷ 

গত রোববার শারদীয় দূর্গোৎসবের মহালয়া উপলক্ষে দুপুরে আউলিয়া ঘাট থেকে একটি শ্যালো ইঞ্জিনচালিত নৌকায় বড়শশী ইউনিয়নের বদেশ্বরী মন্দিরের দিকে যাচ্ছিলেন তারা। ঘাট থেকে নৌকাটি কিছু দূর যাওয়ার পরই ডুবে যায়।

পুলিশ ও স্থানীয়রা জানান, বোদা উপজেলার মাড়েয়া ইউপির করতোয়া নদীর অপরপাড়ে বদেশ্বরী মন্দিরে মহালয়া পূজা উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও ধর্মসভার আয়োজন করা হয়। রোববার দুপুরের দিকে মূলত ওই ধর্মসভায় যোগ দিতে সনাতন ধর্মালম্বীরা নৌকা যোগে নদী পার হচ্ছিলেন। তবে ৫০ থেকে ৬০ জনের ধারণ ক্ষমতার নৌকাটিতে দেড় শতাধিক যাত্রী ছিল। অতিরিক্ত যাত্রীর কারণে নদীর মাঝপথে নৌকাটি ডুবে যায়। অনেকে সাঁতার জানায় তীরে আসতে পারলেও সাঁতার না জানা বিশেষ করে নারী ও শিশুরা পানিতে ডুবে যায়। মনে করা হচ্ছে স্রোতের কারণে অনেক মরদেহ পানিতে ভেসে যেতে পারে।

পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপঙ্কর রায়, নিহতদের প্রত্যেকের পরিবারকে মরদেহ সৎকারের জন্য ২০ হাজার টাকা দেওয়া হচ্ছে।

Provaati
    দৈনিক প্রভাতী