মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১১ ১৪৩১ |   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

নেতার বাড়িতে বিএনপি কমিটি গঠন, কর্মীরা হতাশ

প্রকাশিত: ১০ অক্টোবর ২০২২ ২২ ১০ ০২  

নেতার-বাড়িতে-বিএনপি-কমিটি-গঠন-কর্মীরা-হতাশ

নেতার-বাড়িতে-বিএনপি-কমিটি-গঠন-কর্মীরা-হতাশ

জামালপুর জেলার মেলান্দহ উপজেলার হাজরাবাড়ি পৌর বিএনপির কমিটি গঠন করা হয়েছে কেন্দ্রীয় নেতার বাড়ি আদ্রা ইউনিয়নের নাওঘাটা গ্রামে। এ নিয়ে কর্মীদের মাঝে হতাশা আরো বাড়ছে।

মেলান্দহ উপজেলা বিএনপিতে বিরোধ দীর্ঘদিনের। দুটি গ্রুপে বিভক্ত উপজেলা থেকে শুরু করে ইউনিয়ন পর্যন্ত পৌঁছেছে। কেন্দ্রীয় বিএনপি নেতাকর্মীদের মাঠে নেমে আন্দোলনের নির্দেশ দিলেও মেলান্দহ উপজেলা বিএনপি আস্তে আস্তে ঘরে প্রবেশ করছে। যতই দিন যাচ্ছে পরিবেশ ততই ঘোলাটে হচ্ছে। ফলে ক্ষোভে সৃষ্টি হচ্ছে গ্রুপিং।

নাম প্রকাশ না করার শর্তে উপজেলা বিএনপির এক নেতা বলেন, নিরাপত্তা ও পরিবেশ না থাকার কারণে হাজরাবাড়ি পৌর এলাকায় সমাবেশ করতে পারেননি। তিনি আরো জানান, মোস্তাফিজুর রহমান বাবুলের নেতাকর্মীর দরকার নেই। তার সভাপতি পদ থাকলেও হয়। সভাপতি পদ থাকলে এমপি মনোনয়ন তিনিই পাবেন। গত তিনবার সে মনোনয়নে ব্যাপকভাবে বাণিজ্য করেছেন। কোন কর্মসূচি থাকলেও তিনি থাকেন ঢাকাতে। এর ফলে নেতাকর্মীদের সাথে তার দুরত্ব বেড়েই চলছে।

পৌরসভা কমিটি গঠন অনুষ্ঠানে অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপি সহ-সাংগঠনিক সম্পাদক জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন, উপজেলা বিএনপির সদস্য সচিব নূরুল আলম সিদ্দিকীসহ অন্যান্য নেতাকর্মীরা।

Provaati
    দৈনিক প্রভাতী