মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১১ ১৪৩১ |   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

নিষ্প্রভ সেভিয়ার বিপক্ষে অ্যাথলেটিকোর জয়

প্রকাশিত: ২ অক্টোবর ২০২২ ১৮ ০৬ ০২  

নিষ্প্রভ-সেভিয়ার-বিপক্ষে-অ্যাথলেটিকোর-জয়

নিষ্প্রভ-সেভিয়ার-বিপক্ষে-অ্যাথলেটিকোর-জয়

স্প্যানিশ লা লিগায় চলতি মৌসুমে অনেকটাই নিষ্প্রভ সেভিয়াকে সহজেই ২-০ গোলে পরাজিত করেছে অ্যাথলেটিকো মাদ্রিদ। এর ফলে সেভিয়া কোচ জুলেন লোপেতেগুইয়ের উপর চাপ আরো বাড়লো।

মার্কোস লরেন্তে ও আলভারো মোরাতার গোলে অ্যাথলেটিকোর ষষ্ঠ স্থান নিশ্চিত হয়েছে। অন্যদিকে স্বাগতিক সেভিয়া রেলিগেশন জোন থেকে মাত্র এক পয়েন্ট উপরে উঠে ১৬তম স্থানে রয়েছে। 

রামোন সানচেজ পিজুয়ানে সেভিয়া সমর্থকরা নিজ দলের উপর বেশ ক্ষোভ প্রকাশ করেছে। সাত ম্যাচে মাত্র এক জয়ে এবারের মৌসুমের শুরুটা মোটেই ভাল হয়নি সেভিয়ার।

কোচ লোপেতেগুই বলেছেন, যা কিছু তার নিয়ন্ত্রন করা সম্ভব সেই বিষয়গুলোর প্রতি তিনি নজড় দেবেন। যদিও ক্লাব তার ভবিষ্যত নিয়ে চিন্তা করা শুরু করেছে।

এ প্রসঙ্গে লোপেতেগুই বলেন, ‘আমার উপর যা আছে তার প্রতি গুরুত্ব দিচ্ছি। ফুটবলে এই ধরনের পরিস্থিতি যেকোন সময়ই আসতে পারে। যদিও কেউই তা চায় না। আমি নিশ্চিত সেভিয়া অচিরেই ঘুড়ে দাঁড়াবে। আজ আমি সত্যিই দু:খিত।’

দুটি বড় সুযোগ হাতছাড়া করার পরও অ্যাথলেটিকোই পুরো ম্যাচে নিয়ন্ত্রণ দেখিয়েছে। ২৯ মিনিটে কোনাকুনি শটে লরেন্তে দলকে এগিয়ে দেন। ডিফেন্ডার হোসে কারমোনার ভুলের সুযোগে মোরাতা ৫৭ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন।

কুনহা ও বদলী খেলোয়াড় আঁতোয়া গ্রিজম্যানের দুটি শট বোনো রক্ষা না করলে জয়ের ব্যবধান বাড়তে পারতো। এর আগে দিনের আরো দুই ম্যাচে কাদিজের সঙ্গে গোলশুন্য ড্র করেছে ভিয়ারিয়াল, গেতাফেকে ৩-২ গোলে পরাজিত করেছে রিয়াল ভায়াদোলিদ। 

Provaati
    দৈনিক প্রভাতী