সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১০ ১৪৩১ |   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

নিজের আইডলের নাম জানালেন ধোনি

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২২ ১২ ১২ ০১  

নিজের-আইডলের-নাম-জানালেন-ধোনি

নিজের-আইডলের-নাম-জানালেন-ধোনি

ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে আইডল মেনে বড় হননি, এমন ক্রিকেটার ভারতে খুব কম। ব্যক্তিক্রম হয়নি ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বেলায়ও। শৈশব থেকেই শচীনকে আইডল মেনে বেড়ে উঠেছেন তিনি।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) চেন্নাই সুপার কিংস তাদের টুইটার অ্যাকাউন্টে একটি ভিডিও বার্তা প্রকাশ করে। সেখানেই নিজের সুপ্ত কথা সবার মাঝে ছড়িয়ে দিয়েছেন ‘ক্যাপ্টেন কুল’।

ভিডিওতে মহেন্দ্র সিং ধোনি স্বীকার করেছেন, শচীন টেন্ডুলকার তার ক্রিকেটীয় আইডল ছিলেন। তিনি ক্রিকেটের শুরু থেকেই মাস্টার ব্লাস্টারের মতো খেলতে চেয়েছিলেন। কিন্তু পরে বুঝতে পেরেছিলেন যে শচীনের খেলার ধরন আলাদা এবং তিনি তার মতো খেলতে পারবেন না।

ধোনি বলেন, ‘যখন আমি বড় হয়ে উঠেছি, আমি তাকে (শচীন) খেলতে দেখতাম এবং সবসময় ভাবতাম আমি তার মতো খেলতে চাই কিন্তু পারিনি। আমি মনের মধ্যে তার মত খেলার ইচ্ছা পোষণ করে রাখতাম। তিনি আমার বড় হয়ে ওঠার আইডল ছিলেন।’

মজার ব্যাপার হলো, সেই ধোনির নেতৃত্বেই ক্রিকেট ক্যারিয়ারে অপূর্ণ থাকা ওয়ানডে বিশ্বকাপ জিতেছিলেন শচীন। এর আগে ২০০৭ সাল পর্যন্ত টানা পাঁচটি বিশ্বকাপ খেলেছিলেন তিনি। তবে একবারও ভাগ্য তার সহায় হয়নি।

অন্যদিকে, আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারকে বিদায় জানালেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এখনো খেলে যাচ্ছেন ধোনি। সামনের মৌসুমেও আইপিএলে দেখা যাবে চেন্নাইয়ের হয়ে সর্বাধিক শিরোপা জেতা তাকে।

Provaati
    দৈনিক প্রভাতী