মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১১ ১৪৩১ |   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

নিজেদের সেরাটা দিয়ে পাকিস্তানের বিপক্ষে নামবে বাংলাদেশ

প্রকাশিত: ২ অক্টোবর ২০২২ ২১ ০৯ ০১  

নিজেদের-সেরাটা-দিয়ে-পাকিস্তানের-বিপক্ষে-নামবে-বাংলাদেশ

নিজেদের-সেরাটা-দিয়ে-পাকিস্তানের-বিপক্ষে-নামবে-বাংলাদেশ

পরিসংখ্যানের দিক দিয়ে টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে ১৫টি ম্যাচ খেলে বাংলাদেশের মেয়েরা। যাদের বিপক্ষে জয় মাত্র এক ম্যাচে। তবে সেটি আবার ২০১৮ সালের এশিয়া কাপে। 

তবে ওয়ানডে ফরম্যাটে পাকিস্তানের বিপক্ষে টাইগ্রেসরা শেষ পাঁচ ম্যাচের চারটিতেই জয় পায় । এর মধ্যে ওয়ানডে বিশ্বকাপের জয়ও রয়েছে।

সাম্প্রতিক সময়ে পাকিস্তানের বিপক্ষে এই ভালো খেলার অনুপ্রেরণা কাজে লাগাতে চান এশিয়া কাপে। এমনটাই জানালেন অলরাউন্ডার রোমানা আহমেদ। 

রোববার দলের অনুশীলনের ফাঁকে তিনি বলেন, এবার ভালো কিছু করবে বাংলাদেশ।

পাকিস্তানের সঙ্গে ম্যাচের জন্য পরিকল্পনার কথা জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘আমরা ওদের সঙ্গে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলেছি। আমার মনে হয় এখন অবধি যেভাবে প্রস্তুত আছি, ওদের সঙ্গে খেলার জন্য যথেষ্ট।’

ভালো করার প্রত্যয়ী বার্তায় রোমানা বলেন, ‘শেষ বিশ্বকাপে আমরা ওদের হারিয়েছি। বেশ কিছু সাফল্য আছে ওদের বিপক্ষে। শেষ অনেকদিন ওদের কাছে হারিনি। এবার আমাদের মেয়েরা অবশ্য ভালো কিছু করবে। শেষ এশিয়া কাপেও আমরা ভালো করেছি। এখানেও আমরা খুব সতর্ক, নিজেদের সেরা চেষ্টাই করবো।’

টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে জয় মাত্র একটি হলেও তা নিয়ে হতাশ হতে রাজি নন এ তারকা অলরাউন্ডার, ‘আমরা আমাদের শক্তির জায়গা দেখবো। আমরা শক্তভাবেই এগোচ্ছি। শেষ কয়েকটা টুর্নামেন্টে আমাদের মেয়েরা অনেক ভালো করেছে। সামনের ম্যাচগুলোতে আরও ভালো করবে। বড় কিছু অর্জন করার লক্ষ্য আমাদের। ওদের শেষবার ওয়ানডেতে হারিয়েছি। এখন টি-টোয়েন্টিতে নিজেদের সেরাটা দেবো। হার-জিত এটা খেলার পর বোঝা যাবে, কিন্তু আমরা নিজেদের সেরাটা দেবো।’

Provaati
    দৈনিক প্রভাতী