বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৪ ১৪৩১ |   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

নিজ জেলায় ভালোবাসায় সিক্ত সাফজয়ী কলসিন্দুর কন্যারা

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২২ ২১ ০৯ ০১  

নিজ-জেলায়-ভালোবাসায়-সিক্ত-সাফজয়ী-কলসিন্দুর-কন্যারা

নিজ-জেলায়-ভালোবাসায়-সিক্ত-সাফজয়ী-কলসিন্দুর-কন্যারা

সম্পর্কিত খবর রংপুরে ফিরে খুশির সংবাদ দিলেন সাফজয়ী স্বপ্না সাফ জয় করে ফিরেই ঢাকার পথে পথে রাজকীয়ভাবে সংবর্ধিত হন সাবিনা-কৃষ্ণা-সানজিদারা। এবার নিজ জেলা ময়মনসিংহে পথে পথে ফুল আর ভালোবাসায় বরণ করে নিয়েছেন এলাকার মানুষ।

বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ নগরীর জয়নুল উদ্যানের বৈশাখী মঞ্চে হিমালয় জয়ে অনবদ্য অবদান রাখা আট কন্যাদের বরণ করে নেয়া হয়। এর আয়োজন করে জেলা ক্রীড়া সংস্থা ও ফুটবল অ্যাসোসিয়েশন।

এ সময় তাদের প্রত্যেককে দেওয়া হয় ক্রেস্ট। এছাড়া গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর পক্ষ থেকে দুই লাখ, জেলা ক্রীড়া সংস্থা এক লাখ, প্রান্ত স্প্যাশালাইজড হাসপাতালের পক্ষ থেকে এক লাখ টাকা দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। বিভাগীয় কমিশার মো. শফিকুর রেজা বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, পুলিশ সুপার মাছুম আহমেদ ভূঞা, জেলা আওয়ামী লীগ সভাপতি জহিরুল হক খোকা, জেলা ক্রীড়া সংস্থা ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এহতেশামুল আলম প্রমুখ।

আট ফুটবলারকে সংবর্ধনা

অনুষ্ঠানে নিজের অভিব্যক্তি জানাতে গিয়ে সানজিদা আক্তার বলেন, সাফ জেতার পর সবাই অপেক্ষা করছিল আমরা কখন নিজেদের শহরে আসবো কিংবা গ্রামে যাবো। অবশেষে আমরা এসেছি। এসেই আমরা সংবর্ধনা পেলাম, মানুষের ভালোবাসা পেলাম।

প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বলেন, সাফজয়ী নারী ফুটবল দলের ২৩ সদস্যের মধ্যে আটজনই আমাদের ময়মনসিংহের। এটি অবশ্যই আনন্দের বিষয়। নারী ফুটবল দলের এ অনন্য কীর্তিতে দেশবাসী যেমন গর্বিত, তেমনি জনপ্রতিনিধি হিসেবে আমিও আনন্দিত। এ অর্জন আমাদের অদম্য স্পৃহা ও উজ্জীবিত তারুণ্যের বহিঃপ্রকাশ।

সংবর্ধিতরা হলেন- সানজিদা আক্তার, মারিয়া মাণ্ডা, শাছুন্নাহার সিনিয়র, শামছুন্নাহার জুনিয়র, শিউলি আজিম, তহুরা খাতুন, সাজেদা আক্তার, মার্জিয়া আক্তার। এর মধ্যে ছয়জন নেপালের বিরুদ্ধে ফাইনাল খেলায় অংশ নেন।

এর আগে, দুপুর পৌনে ১২টার দিকে ঢাকা থেকে ময়মনসিংহে ঢোকেন ফুটবল কন্যারা। সে সময় সাফজয়ী কলসিন্দুরের ৮ নারী ফুলটবলার ছাদ খোলা একটি পিকআপে চড়ে ময়মনসিংহ শহর প্রদক্ষিণ করে সার্কিট হাউসে যান।

Provaati
    দৈনিক প্রভাতী