সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১১ ১৪৩১ |   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

নিউজিল্যান্ডকে হারানোর মিশনে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রকাশিত: ৯ অক্টোবর ২০২২ ১২ ১২ ০২  

নিউজিল্যান্ডকে-হারানোর-মিশনে-ব্যাটিংয়ে-বাংলাদেশ

নিউজিল্যান্ডকে-হারানোর-মিশনে-ব্যাটিংয়ে-বাংলাদেশ

ক্রাইস্টচার্চে বাংলাওয়াশ ত্রিদেশীয় টি-২০ সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে রোববার বাংলাদেশ সময় দুপুর ১২টায়।

শুরুতেই টস পর্ব। কয়েন ফ্লিকে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। সিরিজে টিকে থাকতে এ ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে।

পাকিস্তানের কাছে ২১ রানের হার দিয়ে সিরিজ শুরু করে বাংলাদেশ। বাবর-রিজওয়ানদের ১৬৭ রানের বিপরীতে টাইগাররা থামে ১৪৬ রানে। এমন হার মোটেও গ্রহণযোগ্য ছিল না।

ম্যাচে ভালো অবস্থায় থেকেও ইনিংসের মাঝে ছিটকে পড়ে টাইগাররা। ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটের দুর্বল হওয়ার পরও প্রতিপক্ষের সঙ্গে লড়াই করার চেষ্টা করেছিল বাংলাদেশ।

হারের পেছনে মাঝে ওভারে উইকেট পতনকে দায়ী করেছেন নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেওয়া নুরুল হাসান সোহান। আগের ম্যাচের ভুলগুলো নিউজিল্যান্ডের বিপক্ষে না করতে মরিয়া তিনি।

নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরতে প্রস্তুত নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ইতিহাস ও রেকর্ড মোটেও ভালো নয়।

পরিসংখ্যান বলছে, এই ফরম্যাটে ব্লাক-ক্যাপসদের বিপক্ষে ১৫টি ম্যাচে মুখোমুখি হয়ে মাত্র তিনটিতে জিতেছে বাংলাদেশ। আর নিউজিল্যান্ডের মাটিতে সাতটি টি-২০র সবক’টিতেই হেরেছে টাইগাররা।

এ বছরের শুরুতে নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জিতেছে বাংলাদেশ। এর আগ পর্যন্ত কিউইদের মাটিতে কোনো আন্তর্জাতিক ম্যাচ জিততে পারেনি টাইগাররা।

বছরের শুরুর জয় এবার নিউজিল্যান্ডের মাটিতে টি-২০তে জয়খরা কাটাতে অনুপ্রাণিত করবে। সব মিলিয়ে ১৩৬টি-২০ ম্যাচ খেলেছে বাংলাদেশ। জয় আছে ৪৭টিতে। হার ৮৬টিতে। বাকি তিনটি ম্যাচ পরিত্যক্ত হয়।

এদিকে, নিজেদের প্রথম ম্যচে পাকিস্তানের কাছে ৬ উইকেটে হারে নিউজিল্যান্ডও। তাই তারাও বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে ঘুড়ে দাঁড়াতে মাঠে নামবে।

Provaati
    দৈনিক প্রভাতী