মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১১ ১৪৩১ |   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

নাসিমের পর এবার হাসাপাতালে হায়দার

প্রকাশিত: ২ অক্টোবর ২০২২ ১২ ১২ ০১  

নাসিমের-পর-এবার-হাসাপাতালে-হায়দার

নাসিমের-পর-এবার-হাসাপাতালে-হায়দার

ইংল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজ চলাকালীন সময়ে দলের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে হাসপাতালে ভর্তি হলেন পাকিস্তানের মিডল-অর্ডার ব্যাটার হায়দার আলি।

ইংল্যান্ডের বিপক্ষে ষষ্ঠ টি-২০র পর অসুস্থবোধ করায় হাসপাতালে ভর্তি করা হয় হায়দারকে। 

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ভাইরাসজনিত অসুস্থতার কারণে হাসপাতালে নেয়া হয়েছে হায়দারকে। তবে এখন পর্যন্ত তার স্বাস্থ্য সম্পর্কে অন্য কোনো আপডেট প্রকাশ করা হয়নি।

লাহোরে সিরিজের ষষ্ঠ টি-২০তে ১৪ বলে ১৮ রান করেছিলেন হায়দার। ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ টি-২০তেই খেলেছেন তিনি। ব্যাট হাতে সুবিধা করতে না পারা এ ব্যাটারের ৬ ম্যাচে মোট সংগ্রহ ৩৬ রান।

এর আগে সিরিজ চলাকালীন নিউমোনিয়ায় অসুস্থতার জন্য হাসপাতালে নেয়া হয় পেসার নাসিম শাহকে। হাসপাতালে ভতির পর জানা যায়, করোনায় আক্রান্ত হয়েছেন তিনি।

তবে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন নাসিম। নিজ বাসায় দু’দিনের আইসোলেশনে থাকবেন তিনি। পরে করোনা নেগেটিভ হলে, দলের সাথে নিউজিল্যান্ড সফরে যাবেন এই পেসার।

Provaati
    দৈনিক প্রভাতী