মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১১ ১৪৩১ |   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

নওগাঁয় শিশুদের ভ্যাকসিন কার্যক্রম শুরু

প্রকাশিত: ১১ অক্টোবর ২০২২ ১৯ ০৭ ০১  

নওগাঁয়-শিশুদের-ভ্যাকসিন-কার্যক্রম-শুরু

নওগাঁয়-শিশুদের-ভ্যাকসিন-কার্যক্রম-শুরু

সারাদেশের ন্যায় নওগাঁয় ৫ থেকে ১১ বছর বয়সের শিশুদের কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার সকালে শহরের চকএনায়েত মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কার্যক্রম শুরু হয়।

এ সময় আগ্রহ নিয়ে শিক্ষার্থীদের টিকা নিতে দেখা গেছে। এতে কয়েকজন অভিভাবকরাও উপস্থিত ছিলেন। টিকা দেওয়ার পর প্রত্যেক শিক্ষার্থীদের ১টি করে চকলেট দেওয়া হয়। ওই স্কুলে দিনব্যাপী টিকা দেওয়া হয়। তবে কোনো শিক্ষার্থী যদি টিকা দেওয়া থেকে বাদ পড়ে পরবর্তীতে পাশের অন্য স্কুলে তাকে টিকা দেওয়া হবে।

শিক্ষার্থীরা জানিয়েছে, টিকা দেওয়ার আগে কিছুটা ভয় থাকলেও টিকা নেয়ার পর কোনো ধরনের ভয় বা শঙ্কা তাদের ছিল না। টিকা নিয়ে তারা খুশি।

চকএনায়েত মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সাফিউল ইসলাম বলেন, মঙ্গলবার আমাদের বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৩৪০ জন শিশুর উপর এই ভ্যাকসিনেশন কার্যক্রম উদ্বোধন হলো। এখন পর্যন্ত কোনো শিক্ষার্থীর টিকা দেওয়ার পরে কোনো রকমের সমস্যা দেখা যায়নি। সবাই সুস্থ, সুন্দর ও আনন্দময় পরিবেশে টিকা গ্রহণ করছে।

জেলা সিভিল সার্জন ডা. আবু হেনা মোহাম্মদ রায়হানুজ্জামান সরকার বলেন, নওগাঁ জেলায় ১১ অক্টোবর থেকে মন্ত্রণালয় এবং আমাদের স্বাস্থ্য অধিদফতরের নির্দেশক্রমে ৫ থেকে ১১ বছর বয়সের শিশুদের কোভিড-১৯ ভ্যাকসিন কার্যক্রম শুরু করা হয়েছে। জেলার ১৩৭৫ সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ মাদরাসাগুলোতে শিক্ষার্থীর লক্ষ্যমাত্রা হচ্ছে ৩ লাখ ৮ হাজার ৫৯৭ জন। এই টিকা ১১ অক্টোবর থেকে শুরু করে ১৩ দিন পর্যন্ত এই টিকা কার্যক্রম অব্যাহত থাকবে। যে সমস্ত টার্গেট আমাদের দেওয়া হয়েছে, আমরা এটিকে কভারেজ করতে পারব।

তিনি আরো বলেন, একটি বিদ্যালয়ের কোনো শিক্ষার্থী যদি টিকা না পায় বা ছাড়া পড়ে তাহলে সেই শিক্ষার্থী তার পাশের যে স্কুলে এই কার্যক্রম চলবে সেখানে গিয়েও টিকা গ্রহণ করতে পারবে বলে জানান তিনি।

এ সময় জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান, অতিরিক্ত পুলিশ সুপার একেএম মামুন খান চিশতিসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Provaati
    দৈনিক প্রভাতী