সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১০ ১৪৩১ |   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ‘অপারেশন সুন্দরবন’-এর বিশেষ আয়োজন

প্রকাশিত: ৮ অক্টোবর ২০২২ ১৩ ০১ ০২  

ধানমন্ডির-রবীন্দ্র-সরোবরে-অপারেশন-সুন্দরবন-এর-বিশেষ-আয়োজন

ধানমন্ডির-রবীন্দ্র-সরোবরে-অপারেশন-সুন্দরবন-এর-বিশেষ-আয়োজন

‘অপারেশন সুন্দরবন’ মুক্তির পর থেকেই ব্যাপক সাড়া ফেলেছে। দর্শকদের কাছে থেকে পাচ্ছে প্রশংসা। দর্শকদের কাছে ছবিটি পৌঁছাতে সকল কলা কুশলীরা দিনরাত পরিশ্রম করছেন। ঢাকার পাশাপাশি ছুটে বেড়াচ্ছেন খুলনা, যশোর, সাভার, ময়মনসিংহ,দিনাজপুরসহ দেশের বিভিন্ন শহরে। 

এরই ধারাবাহিকতায় টিম ‘অপারেশন সুন্দরবন’ শুক্রবার (৭সেপ্টেম্বর) ধানমন্ডির রবীন্দ্র সরোবর মুক্ত মঞ্চে চলচ্চিত্রের প্রচারণায় অংশ নেয়।

জমকালো এ আয়োজনে র‌্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি লিঃ প্রযোজিত ‘অপারেশন সুন্দরবন’ চলচ্চিত্রের প্রমোশনাল ক্যাম্পেইন এবং সিনেমার  অপ্রকাশিত দুটি গান ও টাইটেল ট্র্যাক প্রদর্শন করা হয়। গতকাল (৭ অক্টোবর) সন্ধ্যা ৬.৩০ মিনিটে ধানমণ্ডির রবীন্দ্র সরবরে গান- আড্ডা- মাস্তি শিরোনামে বিশেষ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠান অংশ নেন সিনেমাটির অভিনয়শিল্পী সিয়াম আহমেদ, জিয়াউঁল রোশান, নুসরাত ফারিয়া, মনোজ প্রামানিক, দীপু ইমাম, এহসান, চলচ্চিত্রটির পরিচালক দীপংকর দীপন এবং র‌্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইং এর পরিচালক খন্দকার মইন। 

খোলা আকাশের নিচে হাজারো ভক্তের সমাগম এই রবীন্দ্র সরবর খ্যাত মুক্ত মঞ্চে। অনুষ্ঠানের এক পর্যায়ে মঞ্চে সিনেমাটির গানের সঙ্গে লাইভ ডান্স পারফর্মেন্স করেন সিয়াম-ফারিয়া।

অনুষ্ঠানে চলচ্চিত্রটির পরিচালক জানান, ৩য় সপ্তাহে এসে মাল্টিপ্লেক্সে এখন পর্যন্ত সবচেয়ে বেশি শো ধরে রাখতে সক্ষম হয়েছে চলচ্চিত্রটি। মঞ্চে এ সময় আরো কথা বলেন র‌্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া ডিরেক্টর খন্দকার মইন। তিনি চলচ্চিত্রটির তৈরির অভিজ্ঞতার কথা তুলে ধরেন। শেষে ভক্তদের সঙ্গে মঞ্চ থেকে গ্রুপ সেলফি তোলেন তারকারা।

Provaati
    দৈনিক প্রভাতী