মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১২ ১৪৩১ |   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দীর্ঘদিন আত্মগোপনের পর ধরা পড়ল শীর্ষ জঙ্গি নুরুল আবছার

প্রকাশিত: ৯ অক্টোবর ২০২২ ২২ ১০ ০২  

দীর্ঘদিন-আত্মগোপনের-পর-ধরা-পড়ল-শীর্ষ-জঙ্গি-নুরুল-আবছার

দীর্ঘদিন-আত্মগোপনের-পর-ধরা-পড়ল-শীর্ষ-জঙ্গি-নুরুল-আবছার

নবগঠিত জঙ্গি সংগঠন শহীদ হামজা ব্রিগেড এর শীর্ষ জঙ্গি সদস্য নুরুল আবছার হাওলাদারকে আটক করেছে র‌্যাব। রোববার (৯ অক্টোবর) বিকেলে কক্সবাজার হোটেল মোটেল জোন থেকে তাকে আটক করা হয়।

আটককৃত নুরুল আবছার হাওলাদার সাতক্ষীরার কুড়িকাহুনিয়া ইউনিয়নের প্রতাপনগর এলাকার মৃত আক্কাছ আলীর ছেলে। তাকে আটকের
বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব ১৫ এর সহকারী পুলিশ সুপার বিল্লাল উদ্দিন।

আটককৃত নুরুল আবছার ২০০৯ সালে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানায় সন্দেহভাজন কর্মকাণ্ডের জন্য ৫৪ ধারায় গ্রেফতার হয়। এক মাস কারাবাস শেষে জামিনে মুক্তি পায়। পরবর্তীতে তিনি শীর্ষস্থানীয় এক জঙ্গি নেতার পৃষ্ঠপোষকতায় চট্টগ্রাম এলাকায় নবগঠিত জঙ্গি সংগঠন শহীদ হামজা ব্রিগেড এর সঙ্গে যুক্ত হয়। 

পরে দীর্ঘদিন ধরে আত্মগোপনে থেকে তরুণদের জঙ্গিবাদে উদ্বুদ্ধকরণ, নতুন সদস্য সংগ্রহ, সংগঠনের জন্য চাঁদা সংগ্রহ এবং সংগৃহীত অর্থে অস্ত্রশস্ত্র সংগ্রহ এবং প্রশিক্ষণ দানসহ বিভিন্ন কর্মকাণ্ডে লিপ্ত থাকার কথা স্বীকার করেছেন তিনি। চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় তাদের একাধিক নাশকতার পরিকল্পনা ছিল বলেও জানান নুরুল আবছার হাওলাদার।

Provaati
    দৈনিক প্রভাতী