মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১২ ১৪৩১ |   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দাওয়াতে যাওয়ার সময় পুকুরে পড়লো কনেপক্ষের বাস

প্রকাশিত: ৮ অক্টোবর ২০২২ ২৩ ১১ ০২  

দাওয়াতে-যাওয়ার-সময়-পুকুরে-পড়লো-কনেপক্ষের-বাস

দাওয়াতে-যাওয়ার-সময়-পুকুরে-পড়লো-কনেপক্ষের-বাস

বরপক্ষের বাড়িতে বিয়ের দাওয়াত খেতে যাওয়ার সময় কনেপক্ষের যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে শিশুসহ অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন। শনিবার বিকেলে কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের ভাংড়ির বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শুক্রবার (৭ অক্টোবর) নাগেশ্বরী উপজেলার পাখির হাট এলাকার আনোয়ার হোসেন নামে এক যুবকের সঙ্গে সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের বকুলতলা এলাকার নালকা মিয়ার মেয়ের বিয়ে হয়। শনিবার বিকেলে বরপক্ষের বাড়িতে বিয়ের দাওয়াত খেতে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ভোগডাঙ্গা ইউনিয়নের রাজারহাট এলাকার বকুলতলা গ্রামের মো. নালকা মিয়া মেয়ে মোছা. লায়লা খাতুনের সঙ্গে শুক্রবার বিয়ে হয় নাগেশ্বরী উপজেলার পাখির হাট এলাকার আনোয়ার হোসেনের সঙ্গে। ওই বিয়ের দাওয়াত খেতে কনেপক্ষের অর্ধশত যাত্রী বাসেযোগে বরের বাড়ি রওনা দেয়। পথে ভাংড়ি বাজার এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীসহ খাদে পড়ে যায়। এতে আহত হন অন্তত ১০ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের টিম লিডার মো. মনজুরুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। আহতদের স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। নিহত হওয়ার কোনো ঘটনা ঘটেনি। তবে গাড়িচালক পালিয়ে গেছেন।

Provaati
    দৈনিক প্রভাতী