বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৩ ১৪৩১ |   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল দুই অটোযাত্রীর

প্রকাশিত: ২ অক্টোবর ২০২২ ১৩ ০১ ০২  

ত্রিমুখী-সংঘর্ষে-প্রাণ-গেল-দুই-অটোযাত্রীর

ত্রিমুখী-সংঘর্ষে-প্রাণ-গেল-দুই-অটোযাত্রীর

সম্পর্কিত খবর বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ: আহত নারী বৈজ্ঞানিক কর্মকর্তার মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে তেলের টেং লরি, মাইক্রোবাস ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে  দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ১০ জন। আহতদের হবিগঞ্জের মাধবপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার সকাল ৭টার দিকে বিজয়নগর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বুধন্তি ইউনিয়নের শশই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- হবিগঞ্জের মাধবপুর উপজেলার আদাউর গ্রামের স্বপন গৌস্বামির ছেলে সুমন গৌস্বামি ও একই এলাকার গৌরাঙ্গ বনিকের ছেলে মোহন বনিক।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বরোড খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি সুখেন্দ্র বসু। 

তিনি বলেন, সকালে উপজেলার শশই এলাকায় একটি তেলের টেং লরি অটোরিকশাকে চাপা দেয়। এ সময় তেলের টেং লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোর দুই যাত্রী মারা যান। এ সময় অন্তত আরো ১০ জন আহন হন। আহতদের হবিগঞ্জের মাধবপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি উদ্ধারে কাজ চলছে বলে জানান তিনি।

Provaati
    দৈনিক প্রভাতী