বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৩ ১৪৩১ |   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ডর্টমুন্ডকে হারিয়ে লিপজিগ কোচ রোসের অন্যরকম প্রতিশোধ

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২২ ১৬ ০৪ ০১  

ডর্টমুন্ডকে-হারিয়ে-লিপজিগ-কোচ-রোসের-অন্যরকম-প্রতিশোধ

ডর্টমুন্ডকে-হারিয়ে-লিপজিগ-কোচ-রোসের-অন্যরকম-প্রতিশোধ

জার্মান বুন্দেসলিগায় শনিবার লিপজিগে মুখোমুখি হয়েছিল বরুশিয়া ডর্টমুন্ড। এ ম্যাচে ডর্টমুন্ডকে ৩-০ গোলে হারিয়ে অন্যরকম এক প্রতিশোধ নিয়েছেন লিপজিগের নতুন কোচ মার্কো রোস।

রোসের অধীনে ২০২১-২২ মৌসুমে বুন্দেসলিগায় দ্বিতীয় স্থান লাভ করেছিল ডর্টমুন্ড। কিন্তু এরপরও মৌসুম শেষে এডিন টারজিসের কাছে জায়গা হারাতে হয় তাকে।

এরপর গত বৃহস্পতিবার লিপজিগের বরখাস্তকৃত কোচ ডোমেনিকো টেডেসকোর স্থলাভিষিক্ত হন রোস। আর প্রথম ম্যাচেই আগের ক্লাবকে হারিয়ে নেন অন্যরকম শোধ!

ম্যাচের শুরুটা অবশ্য ভালোই করেছিল ডর্টমুন্ড। কিন্তু ম্যাচের ৬ মিনিটে এগিয়ে যায় স্বাগতিক লিপজিগ। উইলি ওরবানের দুর্দান্ত এক হেডে লিড পায় দলটি। হাঙ্গেরিয়ান মিডফিল্ডার ডোমিনিক সোজোবোজলাইয়ের গোলে বিরতির আগেই ব্যবধান দ্বিগুণ হয়।

৮৪ মিনিটে চেলসির সাবেক স্ট্রাইকার টিমো ওয়ার্নারের পাসে আমাডু হাইডারা লিপজিগের হয়ে তৃতীয় গোলটি করেন। এই পরাজয়ে ডর্টমুন্ড ৬ ম্যাচ শেষে টেবিলের চতুর্থ স্থানে রয়েছে। 

দিনের আরেক ম্যাচে হফেনহেইম ১০জনের মেইঞ্জকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে। এদিকে মৌসুমের প্রথম জয় নিশ্চিত করেছে উল্ফসবার্গ।

বায়ার্নের সাবেক কোচ নিকো কোভাচের অধীনে এটি তাদের প্রথম জয়। আইনট্র্রাখট ফ্রাংকফুর্টকে শনিবার ১-০ গোলে পরাজিত করেছে উল্ফসবার্গ। এছাড়া হার্থা বার্লিনের সঙ্গে ২-২ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে বায়ার লেভারকুজেন।

Provaati
    দৈনিক প্রভাতী