রোববার   ২৪ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১০ ১৪৩১ |   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জয়ী অ্যাওয়ার্ড পেলেন ডিসি অঞ্জনা খান মজলিশ

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২২ ১৯ ০৭ ০২  

জয়ী-অ্যাওয়ার্ড-পেলেন-ডিসি-অঞ্জনা-খান-মজলিশ

জয়ী-অ্যাওয়ার্ড-পেলেন-ডিসি-অঞ্জনা-খান-মজলিশ

নেত্রকোনার প্রথম নারী ডিসি অঞ্জনা খান মজলিশ পেয়েছেন জয়ী অ্যাওয়ার্ড। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উইমেন অ্যান্ড ই-কমার্স ট্রাস্ট (উই) সামিট- ২০২২ এর আয়োজনে দুই ক্যাটাগরিতে দেয়া এওয়ার্ডের মধ্যে ছিলেন তিনি। 

সমাজের বিভিন্ন স্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য সরকারি প্রশাসনে শ্রেষ্ঠ হিসেবে এ সন্মাননা পান ডিসি অঞ্জনা খান মজলিশ।

এ অর্জনে জেলার নারী সমাজে এবং প্রশাসনে কর্মরত নারীদের মধ্যে এক উদ্দীপনা লক্ষ্য করা গেছে। জিও এনজিও পর্যায়ের নারীদের মধ্যেও দেখা দিয়েছে উৎফুল্লতা। সর্বোপরি সবার মধ্যে এক ধরনের কর্মস্পৃহা বেড়েছে। বেড়েছে আত্মবিশ্বাসও।  

শনিবার বিকেলে রাজধানীতে সামিট- ২০২২ এর সমাপনী অনুষ্ঠানে জয়ী অ্যাওয়ার্ড বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ডিসির পক্ষে পুরস্কার গ্রহণ করেন তার স্বামী আবুল কাশেম মুহাম্মদ জহুরুল হক। এরপর অফিসিয়াল ফেইসবুক পেইজে এ তথ্য দিতেই পূর্বের কর্মস্থল চাঁদপুরসহ নেত্রকোনার বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অভিনন্দন আর ভালোবাসায় সিক্ত হন তিনি।

এ বছর জয়ী অ্যাওয়ার্ড দুই ক্যাটাগরিতে সমাজের বিভিন্ন স্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য এবং উদ্যোক্তা ক্ষেত্রে দ্যুতি ছড়ানোর জন্য ২০ জন নারীকে সন্মাননা প্রদান করা হয়।  

Provaati
    দৈনিক প্রভাতী