বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৩ ১৪৩১ |   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জুয়ার টাকা ভাগাভাগি নিয়ে মারধর, প্রাণ গেল ব্যবসায়ীর

প্রকাশিত: ২ অক্টোবর ২০২২ ১৫ ০৩ ০১  

জুয়ার-টাকা-ভাগাভাগি-নিয়ে-মারধর-প্রাণ-গেল-ব্যবসায়ীর

জুয়ার-টাকা-ভাগাভাগি-নিয়ে-মারধর-প্রাণ-গেল-ব্যবসায়ীর

সম্পর্কিত খবর পেয়ারা বাগান থেকে যুবকের মরদেহ উদ্ধার স্ত্রীর মরদেহ উদ্ধার, স্বামী আটক বগুড়ায় জুয়ার টাকা ভাগাভাগি নিয়ে মারধরে গোপাল চন্দ্র নামে এক মাছ ব্যবসায়ী খুন হয়েছেন। 

শনিবার মধ্যরাতে বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গোপালের মৃত্যু হয়। ৫০ বছরের গোপাল তেলিহারা এলাকার মৃত চিত্তরঞ্জন দাসের ছেলে। তিনি পেশায় মাছ বিক্রেতা ছিলেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে থানা হেফাজতে নিয়েছে পুলিশ। আটককৃতরা হলেন- বিকম, হেলাল, কাজল সরকার ও পাপ্পু দাস। তারা তেলিহারা এলাকার বাসিন্দা। 


বগুড়া সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. জাহিদুল হক। তিনি বলেন, শনিবার মধ্যরাত গোপাল সহযোগীদের নিয়ে তেলিহারা এলাকার ফাঁকা স্থানে জুয়ার আসর বসান গোপাল, বিপ্লব ওরফে চেন্নাই, কাজল, বিকম, হেলালসহ কয়েকজন। এ সময় জুয়ার টাকার ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন তারা। একপর্যায়ে তারা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। ঐ সময় গোপাল বুকে আঘাত পান। পরে তারা নিজেরাই দ্বন্দ্ব মীমাংসা করেন। এরপর বাড়িতে ফিরে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন গোপাল। স্বজনরা তাকে উদ্ধার করে  টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শজিমেক হাসপাতালে পাঠায় পুলিশ।

তিনি আরো বলেন, জুয়া খেলাকে কেন্দ্র করে মারধরের শিকার হন গোপাল। পরে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান তিনি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে থানা হেফাজতে নেয়া হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

Provaati
    দৈনিক প্রভাতী