বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৩ ১৪৩১ |   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয় উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী

প্রকাশিত: ২ অক্টোবর ২০২২ ০০ ১২ ০২  

জাতীয়-উন্নয়নে-সবাইকে-এগিয়ে-আসতে-হবে-প্রবাসীকল্যাণমন্ত্রী

জাতীয়-উন্নয়নে-সবাইকে-এগিয়ে-আসতে-হবে-প্রবাসীকল্যাণমন্ত্রী

সম্পর্কিত খবর দালালের মাধ্যমে বিদেশে গেলে বিপদ: প্রবাসীকল্যাণমন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অক্ষুণ্ন রেখে জাতীয় উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ।

শনিবার সকালে সিলেটের গোয়াইনঘাট উপজেলা পরিষদের হলরুমে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় এ আহ্বান জানান তিনি। এর আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা পূজা উদযাপন পরিষদ।

মন্ত্রী বলেন, হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। আবহমানকাল ধরে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা পালন করছে এ দেশের হিন্দু সম্প্রদায়। এ উৎসব সর্বজনীন।

গোয়াইনঘাট উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র পাল ছানার সভাপতিত্বে ও গোপাল কৃষ্ণ চন্দনের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস কামরুল হাসান আমিরুল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন, ফরিদ আহমেদ শামীম, রুস্তমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন শিহাব প্রমুখ।

এর আগে, সকাল ১০টায় গোয়াইনঘাট উপজেলার দেড় শতাধিক গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ করেন প্রবাসীকল্যাণমন্ত্রী। এছাড়া গোয়াইনঘাটের সাতটি প্রাথমিক বিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

Provaati
    দৈনিক প্রভাতী