শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৪ ১৪৩১ |   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ১০

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২২ ২০ ০৮ ০২  

জমি-নিয়ে-সংঘর্ষে-নিহত-১-আহত-১০

জমি-নিয়ে-সংঘর্ষে-নিহত-১-আহত-১০

সম্পর্কিত খবর জমি নিয়ে দ্বন্দ্বে বড় ভাইকে হত্যা, ছোট ভাইয়ের যাবজ্জীবন নীলফামারীর কিশোরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আজিজুল ইসলাম নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন।

মঙ্গলবার বিকেলে উপজেলার বাহাগিলি ইউনিয়নের দক্ষিণ দুরাকুটি ডাকঘর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ৭০ বছর বয়সী আজিজুল একই এলাকার জফেল উদ্দিনের ছেলে।

আহতরা হলেন- বাহাগিলি ইউপির সংরক্ষিত মহিলা সদস্য সুমি বেগম, তার স্বামী আইনুল হক, একই এলাকার মমতাজ আলীর ছেলে আজিকুল, ঈমান আলীর ছেলে মহির উদ্দিন, মোসের উদ্দিনের ছেলে খতিব উদ্দিন, সুরুত আলীর স্ত্রী হোসনা বেগম, বেনাজ উদ্দিনের ছেলে আসাদুল, খতিব উদ্দিনের ছেলে কবির মামুদ, সুরুত আলীর ছেলে হারুন ও সোহরাব উদ্দিনের ছেলে সাইফুল।

ইউপি সদস্য আব্দুল হান্নান জানান, তিন একর জমি নিয়ে আহসান আলীর ছেলে আব্দুর রহমানের সঙ্গে আজিজুলের বিরোধ চলছিল। এরই জেরে মঙ্গলবার দুপুরে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। এতে ১১ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। অবস্থার অবনতি হওয়ায় কয়েকজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসকরা। সেখানে নেয়ার পথে আজিজুল মারা যান।

কিশোরগঞ্জ থানার ওসি রাজীব কুমার রায় বলেন, আজিজুলের মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Provaati
    দৈনিক প্রভাতী