সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১০ ১৪৩১ |   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ছেলের জন্য কনে দেখে ফেরা হলো না বাবার

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২২ ১০ ১০ ০১  

ছেলের-জন্য-কনে-দেখে-ফেরা-হলো-না-বাবার

ছেলের-জন্য-কনে-দেখে-ফেরা-হলো-না-বাবার

শুক্রবার রাত তখন ৯টা। মোটরসাইকেল করে বড় ছেলে আব্দুল আলীমের জন্য কনে দেখতে গিয়েছিলেন আশরাফ আলী। দেখেও ছিলেন কনে। পরে ফেরার পথে মোটরসাইকেল থেকে নেমে রাস্তা পার হচ্ছিলেন তিনি। ওই সময় অপর দিক থেকে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ঘটনাটি নীলফামারীর। শুক্রবার রাত ৯টার দিকে জেলার সদর উপজেলার খোকশাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আশরাফ আলী জেলা শহরের আনন্দ বাবুরপুল মারকাস মসজিদ পাড়া এলাকার বাসিন্দা। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। বড় ছেলে আব্দুল আলীম দক্ষিণ কোরিয়ায় একটি কোম্পানিতে চাকরি করেন।

জানা যায়, সন্ধ্যায় মোটরসাইকেল করে বড় ছেলে আব্দুল আলীমের জন্য কনে দেখতে গিয়েছিলেন আশরাফ আলী। কনে দেখে ফেরার পথে খোকশাবাড়ি এলাকায় মোটরসাইকেল থেকে নেমে রাস্তা পার হচ্ছিলেন তিনি। ওই সময় অপর দিক থেকে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

নীলফামারী থানার ওসি আব্দুর রউপ বলেন, দুর্ঘটনার খবর শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Provaati
    দৈনিক প্রভাতী