বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১২ ১৪৩১ |   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ছাদখোলা বাস থেকে যে কারণে হাসপাতালে নারী ফুটবলার

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২২ ১৮ ০৬ ০১  

ছাদখোলা-বাস-থেকে-যে-কারণে-হাসপাতালে-নারী-ফুটবলার

ছাদখোলা-বাস-থেকে-যে-কারণে-হাসপাতালে-নারী-ফুটবলার

ছাদখোলা বাসে আনন্দ করার আকাঙ্ক্ষা জানিয়েছিলেন নারী ফুটবলাররা। শিরোপা জেতার পর তাদের সেই স্বপ্ন পূরণও হয়েছে। কিন্তু ছাদখোলা বাসে উল্লাস করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন এক সতীর্থ ঋতুপর্ণা চাকমা। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার দুপুর ১টা ৫০ মিনিটে সাফ চ্যাম্পিয়নশিপের ট্রফি নিয়ে দেশে এসেছে বাংলাদেশ নারী ফুটবল দল। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন সাবিনারা। সেখান থেকে ছাদখোলা বাসে  বাফুফে কার্যালয়ের দিকে যাচ্ছে মেয়েরা।

জানা যায়, বিমানবন্দর থেকে ঢাকা শহর প্রদক্ষিণ করে বাফুফে (বাংলাদেশ ফুটবল ফেডারেশন) ভবনের দিকে যাচ্ছিল ছাদখোলা বাসটি। কিন্তু অতিরিক্ত গরমের কারণে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ঋতুপর্ণা চাকমা। পরক্ষণেই টিম বাস থেক নামিয়ে ঋতুপর্ণাকে হাসপাতালে নেয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন নারী দলের গোলরক্ষক কোচ আহমেদ মাসুদ আহমেদ উজ্জ্বল।

 

Provaati
    দৈনিক প্রভাতী