মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১১ ১৪৩১ |   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক কলেজশিক্ষক, আত্মহত্যার চেষ্টা

প্রকাশিত: ১১ অক্টোবর ২০২২ ১৭ ০৫ ০২  

ছাত্রীর-সঙ্গে-আপত্তিকর-অবস্থায়-আটক-কলেজশিক্ষক-আত্মহত্যার-চেষ্টা

ছাত্রীর-সঙ্গে-আপত্তিকর-অবস্থায়-আটক-কলেজশিক্ষক-আত্মহত্যার-চেষ্টা

নাটোরের লালপুর উপজেলায় কলেজছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক হয়েছেন এক কলেজ শিক্ষক। আটক শিক্ষককে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। এ ঘটনায় ছাত্রীর বাবা বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন বলে জানা গেছে।

অভিযুক্ত শিক্ষক বিপ্লব হোসেন রামকৃষ্ণপুর গ্রামের সাহাবাজ মন্ডলের ছেলে। তিনি লালপুর ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রভাষক।

জানা গেছে, দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছাত্রী ও শিক্ষকের। রোববার সকালে উপজেলার মালোপাড়া গ্রামে এক বাড়িতে আপত্তিকর অবস্থা আটক হন তারা। পরে শিক্ষককে মারধর করে স্থানীয়রা। এ খবর পেয়ে ওই শিক্ষকের স্বজনরা তাকে উদ্ধার করে নিয়ে যায়। এর আগেও নারী কেলেঙ্কারিতে জড়িয়ে ছিলেন তিনি।

লালপুর উপজেলা চেয়ারম্যান ইসাহাক আলী বলেন, লালপুর ডিগ্রি কলেজের বিপ্লব নামে এক শিক্ষকের সঙ্গে তারই এক ছাত্রী আপত্তিকর অবস্থায় ধরা পড়েছেন বলে জেনেছি।

লালপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল মাজেদ জানান, এই বিষয়টি আমার জানা নেই।

অভিযুক্ত শিক্ষককে একাধিকবার ফোন করলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

লালপুরের ইউএনও শামীমা সুলতানা বলেন, এ ঘটনার সত্যতা পাওয়া গেলে শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Provaati
    দৈনিক প্রভাতী