মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১২ ১৪৩১ |   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

চাপ সামলে আফিফের ফিফটি, বাংলাদেশ ১২৬/৫

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২২ ২২ ১০ ০১  

চাপ-সামলে-আফিফের-ফিফটি-বাংলাদেশ-১২৬৫

চাপ-সামলে-আফিফের-ফিফটি-বাংলাদেশ-১২৬৫

সংযুক্ত আরব আমিরাতের মতো তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের সঙ্গে খেলতে নেমে ৫ উইকেট হারিয়ে বেশ বিপাকেই আছে বাংলাদেশ। ইনিংস বড় করতে লড়ছেন অধিনায়ক সোহান ও আফিফ। আফিফ এরই মধ্যে তার ব্যাক্তিগত অর্ধ শতক পূর্ণ করেছেন। এর জন্য তাকে ৩৯ বলের মোকাবিলা করতে হয়। তার এই ৫০ এর উনিংসে ৫টি চার ও ১ টি ছয়ের মার ছিল।

রোববার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে রাত ৮টায় মাঠে নামে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ম্যাচটি জিটিভিতে সরাসরি সম্প্রচার করছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ ১৭ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১২৬ রান করে। আফিফ ৬২ রান ও সোহান ২১ রানে ব্যাট করছেন। 

বাংলাদেশ ইনিংসের শুরুতেই ২.৫ ওভারে ২৬ রান করতে সাজঘরে ফিরেন সাব্বির রহমান রুম্মান ও লিটন কুমার দাস। দুজনই ক্যাচ তুলে দিয়ে ফেরেন।

ইনিংসের দ্বিতীয় ওভারের তৃতীয় বলেই ক্যাচ তুলে দিয়ে ফেরেন জাতীয় দলের তারকা ব্যাটসম্যান সাব্বির। ওপেনিং পজিশনে ব্যাটিংয়ে নেমে ৩ বল খেলে কোনো রান যোগ করার আগেই সাজঘরে ফেরেন তিনি।

ওয়ান ডাউনে খেলতে নেমে সুবিধা করতে পারেননি ওপেনার লিটন দাসও। ৮ বলে তিন চারে ১৩ রান করে ফেরেন তিনি। তার বিদায়ে ২.৫ ওভারে ২৬ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ। 

৭.১ ওভারে ৪৭ রান করতেই প্রথমসারির ৪ উইকেট হারায় বাংলাদেশ। ব্যাটিং অর্ডারে প্রমোশন পেয়েও সুবিধা করতে পারেননি সাব্বির রহমান রুম্মন ও মেহেদি হাসান মিরাজ। 

বাংলাদেশ একাদশ : 
সাব্বির রহমান রুম্মন, মেহেদি হাসান মিরাজ, আফিফ হোসেন, লিটন দাস, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

Provaati
    দৈনিক প্রভাতী