বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১২ ১৪৩১ |   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

চলচ্চিত্র নির্মাতা গদার মারা গেছেন

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২২ ১৬ ০৪ ০১  

চলচ্চিত্র-নির্মাতা-গদার-মারা-গেছেন

চলচ্চিত্র-নির্মাতা-গদার-মারা-গেছেন

বিশ্ব সিনেমার অন্যতম গুরুত্বপূর্ণ পরিচালক, ফরাসি নিউ ওয়েভ সিনেমার নেতৃস্থানীয় ব্যক্তিত্ব জঁ-লুক গদার মারা গেছেন। ফ্রান্সের সংবাদপত্রের বরা দিতে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে। তার বয়স হয়েছিল ৯১।

ডেডলাইন বলছে, গদার ছিলেন তার সময়ের সবচেয়ে প্রশংসিত পরিচালক। তিনি তার রাজনৈতিকভাবে সচেতন কাজের জন্য পরিচিত ছিলেন। ব্রেথলেস এর মতো ক্লাসিক ফিল্ম নির্মাণ করার পর ১৯৬০ সালে বিশ্ব চলচ্চিত্রের মানুষের নজরে আসেন।

ডেডলাইন আরো জানিয়েছে, গদার ১৯৩০ সালে প্যারিসে জন্মগ্রহণ করেন এবং বড় হন। সুইজারল্যান্ডের একটি স্কুলে পড়াশোনা করেন তিনি। ১৯৪৯ সালে স্কুল শেষ করার পর প্যারিসে ফিরে আসেন গদার। এখানে শহরের সিনে ক্লাবগুলোতে তরুণ চলচ্চিত্র সমালোচকদের সঙ্গে যুক্ত হয়ে পরেন তিনি।

২০০২ সালে সাইট অ্যান্ড সাউন্ড ম্যাগাজিনের আয়োজিত সমালোচকদের দেয়া ভোটে গদার সর্বকালের সেরা ১০ পরিচালকের তালিকায় তৃতীয় স্থান অধিকার করেন। বলা হয় বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ের যে কোনো চলচ্চিত্র নির্মাতার সমালোচনামূলক বিশ্লেষণের অন্যতম কাজ তার সৃষ্টি।

২০১০ সালে গদারকে অ্যাকাডেমি সম্মানসূচক পুরস্কার প্রদান করা হয়, কিন্তু তিনি সেই আয়োজনে অংশগ্রহণ করেননি।

গদারের চলচ্চিত্র অনেক বিখ্যাত পরিচালকদের অনুপ্রাণিত করেছে, যাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মার্টিন স্কোরসেজি, কোয়েন্টিন টারান্টিনো, ব্রায়ান ডে পালমা, স্টিভেন সোডারবার্গ, ডি. এ. পেনবেকার, রবার্ট অল্টম্যান, জিম জারমুশ, ওং কার-ওয়াই, ভিম ভেন্ডার্স, বেরনার্দো বেরতোলুচ্চি ও পিয়ের পাওলো পাসোলিনি।

Provaati
    দৈনিক প্রভাতী