বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১২ ১৪৩১ |   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রামে সিসি ক্যামেরার সংযোগ কেটে ৫ দোকানে লুট

প্রকাশিত: ৭ অক্টোবর ২০২২ ০৫ ০৫ ০১  

চট্টগ্রামে-সিসি-ক্যামেরার-সংযোগ-কেটে-৫-দোকানে-লুট

চট্টগ্রামে-সিসি-ক্যামেরার-সংযোগ-কেটে-৫-দোকানে-লুট

চট্টগ্রামে রাউজানে ২৩টি সিসি ক্যামেরার সংযোগ কেটে পাঁচ দোকানে লুটপাট চালিয়েছে দুষ্কৃতকারীরা। এ সময় দোকান থেকে বের হওয়ায় একজনকে মারধর করে আহত করেছে তারা।

বুধবার রাতে রাউজান উপজেলার ডাবুয়া জগন্নাথহাট প্রকাশ বাইন্যা হাটে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত মো. বখতেয়ার নামের ঐ ব্যক্তি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।

দোকান মালিকরা জানান, ১০ থেকে ১১ জন মুখোশ এবং হাফপ্যান্ট পরা দুষ্কৃতকারী অটোরিকশাযোগে বাজারে আসে। এরপর তারা বাজারের ২৩টি সিসি ক্যামেরার লাইন কেটে দেয়। এ সময় তারা দায়িত্বরত তিনজন নৈশপ্রহরীকে বেঁধে পাঁচটি দোকানের তালা কেটে নগদ টাকা এবং মালামাল লুট করে। এছাড়া বাজারের একটি টেইলারিং দোকানের কর্মচারী মো. বখতেয়ারকে মেরে গুরুতর আহত করে দুষ্কৃতকারীরা। খবর পেয়ে পুলিশ এসে নৈশপ্রহরীদের উদ্ধার করে।

ঐ বাজারে লুটপাটের শিকার হয়েছে সিরাজ চেয়ারম্যানের মুদির দোকান, নুর মোহাম্মদের লাইব্রেরি, মামুন  ট্রেডার্স, নাজিমের মুদির দোকান এবং সুমনের মুদির দোকান।

এ বিষয়ে রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন বলেন, খবর পেয়ে পুলিশ নৈশপ্রহরীদের উদ্ধার করে। দ্রুত চোরদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Provaati
    দৈনিক প্রভাতী