বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৩ ১৪৩১ |   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ঘরোয়া পদ্ধতিতে নাকের যত্ন

প্রকাশিত: ২১ জুলাই ২০২২ ১২ ১২ ০১  

ঘরোয়া-পদ্ধতিতে-নাকের-যত্ন

ঘরোয়া-পদ্ধতিতে-নাকের-যত্ন

ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে নাকের সৌন্দর্য নষ্ট হয়। নাকের ওপরে এবং দুই পাশে আলগা মরা চামড়া দেখা যায়। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে পারেন সহযেই। কয়েকটি উপায় জেনে নিন।

দারচিনি ও ময়দা 
আধা চামচ দারচিনির গুঁড়া এবং এক চামচ ময়দার সঙ্গে মিশিয়ে প্যাক তৈরি করে নেন। নাকে লাগিয়ে রাখুন ১০ মিনিট। এরপর স্বাভাবিক পানি দিয়ে আস্তে আস্তে ধুয়ে ফেলুন। দারচিনির জন্য মুখ জ্বলতে পারে; কিন্তু তাতে ভয়ের কিছু নেই। কিছুক্ষণ পর ঠিক হয়ে যাবে।

মুলতানি মাটি ও লবঙ্গ গুঁড়া 
নাকের দুই পাশের কালচে দাগ দূর করতে এক চামচ মুলতানি মাটি, ৪-৫টা লবঙ্গ গুঁড়া গোলাপজলে গুলিয়ে মিশ্রণ তৈরি করে নিন। এরপর এই মিশ্রণ নাকের ওপর লাগিয়ে রাখুন। শুকিয়ে এলে ধুয়ে ফেলুন। 

মধু ও ডিমের সাদা অংশ
নাকের ওপর থেকে কালচে ছোপ দূর করতে টক দই, মধু ও ডিমের সাদা অংশ একসঙ্গে মিশিয়ে প্যাক হিসেবে ব্যবহার করতে পারেন।

ডিম ও টিস্যু পেপার 
ডিমের সাদা অংশ নাকে লাগিয়ে টিস্যু পেপার দিয়ে মুড়ে দেবেন। শুকিয়ে গেলে মাস্কের মতো করে তুলে ফেলবেন। দেখবেন, ব্ল্যাকহেডস দূর হয়ে গেছে।

অ্যালোভেরা ও শসার রস 
নাকে যদি অয়েলি টি-জোনের অন্তর্ভুক্ত থাকে, তাহলে প্রতিদিন রুটিন করে এক টেবিল চামচ অ্যালোভেরার সঙ্গে এক চা চামচ শসার রস মিশিয়ে মিশ্রণটি কটন প্যাডে লাগিয়ে ২০ মিনিট নাকে লাগিয়ে রাখুন। এরপর ধুয়ে ফেলুন।

দই, ডিম, মধু ও হলুদের মিশ্রণ 
নাকের ওপর ও চারপাশে দুধ দিয়ে পরিষ্কার করে ক্লিনজিং মাস্ক লাগালে ভালো ফল পাবেন। দই, ডিম, মধু ও সামান্য পরিমাণ হলুদ একসঙ্গে মিশিয়ে নাকের ওপর লাগিয়ে রাখতে হবে ১০মিনিট। পরে ধুয়ে ফেলুন। ফলে সব সময় নাকের ওপর ও চারপাশ পরিষ্কার থাকবে। সহজে কোনো ছোপ বা ব্ল্যাকহেডস হবে না।
 

Provaati
    দৈনিক প্রভাতী