বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১২ ১৪৩১ |   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ঘরে বসেই ব্লিচ করুন

প্রকাশিত: ২৮ জুলাই ২০২২ ১৫ ০৩ ০২  

ঘরে-বসেই-ব্লিচ-করুন

ঘরে-বসেই-ব্লিচ-করুন

ত্বকের উজ্জলতা বৃদ্ধি করতে ব্লিচ-হলো ভালো পদ্ধতি। সপ্তাহে দুই থেকে তিন বার ব্লিচ করা ভালো। কিন্তু এর জন্য বার বার পার্লারে যাওয়ার কোন প্রয়োজন নেই। বাসায় বসেই ব্লিচ করুন। 

ব্লিচের জন্য যা লাগবে : এর জন্য সব চাইতে ভালো প্রাকৃতিক উপাদান লেবু। একটি লেবু নিয়ে মাঝামাঝি কেটে নিন। এরপর এক খণ্ড নিয়ে মুখে হালকা ভাবে ঘষতে থাকুন। মুখের পুরো অংল লেবুর রস লাগানোর পরে ত্বকে শুকতে দিন। শুকিয়ে যাবার পর হালকা গরম পানি দিয়ে ঘষে তুলে ফেলুন। তবে যদি অ্যালার্জির সমস্যা থেকে থাকে তাহলে এটা ব্যবহার না করাই ভালো।

যাদের অ্যালার্জির সমস্যা আছে : তাদের জন্য ভালো উপায় হতে পারে এক টেবিল চামচ দুধ ও এক টেবিল চামচ মধুর মিশ্রণ, এটি ত্বকে লাগান। শুকিয়ে গেলে হালকা গরম পানি দিয়ে সামান্য ঘষে তুলে ফেলুন। সপ্তাহে দুই বার বা তিন বার এটা করতে পারেন।
 

Provaati
    দৈনিক প্রভাতী