মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১১ ১৪৩১ |   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

গৃহবধূকে ধর্ষণের দায়ে প্রতিবেশীর যাবজ্জীবন

প্রকাশিত: ১১ অক্টোবর ২০২২ ১৯ ০৭ ০১  

গৃহবধূকে-ধর্ষণের-দায়ে-প্রতিবেশীর-যাবজ্জীবন

গৃহবধূকে-ধর্ষণের-দায়ে-প্রতিবেশীর-যাবজ্জীবন

কুষ্টিয়া সদর উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণ মামলায় ভুক্তভোগীর প্রতিবেশী সালাম মন্ডল নামে এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার দুপুরের দিকে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দ হাবিবুল ইসলাম এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি সালাম মন্ডল কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল গ্রামের ক্যানালপাড়া এলাকার পলান মন্ডলের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পরপরই তাকে পুলিশ পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়।

জানা যায়, ২০২০ সালের ৬ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টার দিকে আসামি সালাম তার প্রতিবেশী ভুক্তভোগীর বাড়িতে যান। এ সময় ফাঁকা বাড়িতে ভুক্তভোগীকে একা পেয়ে জোর পূর্বক ধর্ষণ করেন তিনি। এ ঘটনার পরদিন তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কুষ্টিয়া মডেল থানায় মামলা করা হয়।

মামলাটি তদন্ত শেষে ২০২০ সালের ৩১ অক্টোবর আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীনে অপরাধ প্রমাণিত হওয়ায় সালামকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

আদালতের পিপি অনুপ কুমার নন্দী বলেন, ধর্ষণ মামলায় দোষী প্রমাণিত হওয়ায় সালামকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করেন আদালত।

Provaati
    দৈনিক প্রভাতী