বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১২ ১৪৩১ |   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

গায়ে অ্যাপ্রোন চোখে চশমা, খাবার বিক্রেতা সাকিব, পেশা কি বদলালেন খেলোয়াড়?

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২২ ১৬ ০৪ ০৩  

গায়ে-অ্যাপ্রোন-চোখে-চশমা-খাবার-বিক্রেতা-সাকিব-পেশা-কি-বদলালেন-খেলোয়াড়

গায়ে-অ্যাপ্রোন-চোখে-চশমা-খাবার-বিক্রেতা-সাকিব-পেশা-কি-বদলালেন-খেলোয়াড়

মাঠে ব্যাট কিংবা বল হাতে বিপক্ষের খেলোয়াড়কে শায়েস্তা করতে দেখা গেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে সাকিব আল হাসানকে দেখা গেল খাবার বিক্রেতা হিসেবে। গায়ে অ্যাপ্রোন চাপিয়ে, চোখে চশমা পরে খাবার ও সসের বোতল নিয়ে খাবার পরিবেশনে যাচ্ছেন। ছবিটি সাকিব নিজেই তার ফেসবুকে প্রকাশ করেছেন।

তবে প্রিয় তারকা পেশা বদলাচ্ছেন ভেবে হতাশ হওয়ার কারণ নেই তার অনুরাগীদের। এটি বিজ্ঞাপনের একটি দৃশ্যের স্থিরচিত্র। সাকিবকে দেখা যাবে নতুন একটি বিজ্ঞাপনে। খবরটি জানিয়েছেন নির্মাতা আদনান আল রাজীব।

এ প্রসঙ্গে আদনান বলেন, সাকিবকে নিয়ে গ্রে অ্যাজেন্সির মাধ্যমে একসঙ্গে তিনটি কাজ করেছি। যার প্রথমটি সবাই দেখেছেন, বাস কন্ডাক্টর। এবার আসছে স্ট্রিট ফুডওয়ালা ক্যারেক্টার। কিছুদিন পর ছাড়ব আরেকটি ক্যারেক্টার। ওখানেও সারপ্রাইজ আছে।

ভিন্ন লুকে সাকিবকে দেখে নিজের অনুভূতি জানাতে গিয়ে আদনান আরও বলেন, ওর (সাকিব) লুক চেঞ্জ করার বিষয়টি খুব মজা পেয়েছি। আমার মেকআপ শিল্পী রবিন ছিল এই কাজটির পেছনে। তারচেয়ে বড় কথা, কাজগুলো করার ক্ষেত্রে সাকিবের প্রচণ্ড সহযোগিতা পেয়েছি। যেটা না পেলে গেটআপ-মেকিং ঠিকঠাক করতে পারতাম না।

এর আগেও সাকিব আল হাসানকে বিজ্ঞাপনে ভিন্নভাবে উপস্থাপন করে সবাইকে চমকে দেন আদনান। সেবার সাকিবকে দেখা গিয়েছিল বাস কন্ডাক্টরের ভূমিকায়। একটি মুঠফোন প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ছিল এটি। এবারও একই প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে খাবারওয়ালা সেজেছেন তিনি।

Provaati
    দৈনিক প্রভাতী